নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে ফয়সাল নামে (২৬) একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল আদর্শনগর এলাকার শাহ আলমের ছেলে। তিনি আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাত খুনের ঘটনার চার্জশিট দেওয়ার পরই নূর হোসেনের সহযোগীরা এলাকায় ফিরে আসে। তাদের মধ্যে একজন তার ভাগ্নে ফয়সাল। কয়েকদিন ধরেই আদর্শনগর এলাকার এক কিশোরীকে (১৭) প্রেমের প্রস্তাব দেয় ফয়সাল। এ ছাড়া তাকে কুপ্রস্তাবও দেওয়া হয়। শুক্রবার রাতে ফয়সাল তার সহযোগী ফাহিম, প্রান্ত, রাসেলসহ আরও কয়েকজন মিলে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তার মায়ের হাত পা বেঁধে ফেলে। পরে মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করে ফয়সাল। ওই ঘটনার ভিডিওধারণ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় শনিবার গভীর রাতে মামলা করা হয়। পুলিশ দুপুরে ফয়সালকে গ্রেফতার করেছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ, সেই নূর হোসেনের ভাগ্নে গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
- 386
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ