স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসার শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগে মাদরাসার পরিচালক মাওলানা মোবারক হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানায়, ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার একটি চারতলা বাড়ির নিচ তলায় উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা (আবাসিক/অনাবাসিক)। বাড়ির চারতলায় ছাদের একটি কক্ষে থাকেন মাদরাসার পরিচালক মাওলানা মোবারক হোসেন। মঙ্গলবার বিকালে তিনি তার কক্ষে মাদরাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজ করার সময় পাশের বিল্ডিংয়ের নির্মাণ শ্রমিকরা দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন মাদরাসা ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মোবারক হোসেনকে আটক করে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা তাদের মেয়েদের মাদরাসা থেকে নিয়ে যায়।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদরাসার পরিচালক মাওলানা মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান।
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে মহিলা মাদরাসার পরিচালক আটক
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫
- 325
ট্যাগস :









