বিনোদন প্রতনিধি,
সঞ্জয় গুপ্তা পরিচালিত যযবা ছবিতে আইনজীবীর চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বরিয়া রাই। সবশেষ ২০১১ সালে ঐশ্বরিয়াকে গুজারিশ ছবিতে দেখেছেন ভক্তরা। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলর।
মাঝখানে লম্বা বিরতি নিয়েছেন কন্যা আরাধ্যের জন্মের কারণে। এতদিনে আরাধ্যও বেশ বড় হয়ে উঠেছে। আসছে নভেম্বরে চার বছর পূর্ণ করবে বচ্চন পরিবারের সর্বশেষ এই সদস্য। আর এই লম্বা বিরতির পর আবার ভক্তদের মন জয় করতে ফিরে আসছেন এই বিশ্বসুন্দরী।
একদিন আগেই টুইটারে নিদের আগামী ছবি জযবার ট্রেলর মুক্তির কথা ঘোষণা করেছিলেন সঞ্জয় গুপ্তা। তার কথা অনুযায়ীই মঙ্গলবার প্রকাশিত হল ট্রেলর। ২০১১ সালে গুজারিশ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। চার বছর পর একেবারে অন্য ভূমিকায় পর্দায় ফিরলেন তিনি। ছবির অ্যাকশন ট্রেলরই বলে দিচ্ছে সেই কথা।
একদিকে উকিল, অন্যদিকে মা। এই দুই কর্তব্যের টানাপোড়েনে পড়া অ্যাডভোকেট অনুরাধা ভার্মার চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। মেয়ের জীবন বাঁচাতে ফাঁসির সাজাপ্রাপ্ত খুনির আসামীর মামলা লড়তে বাধ্য হতে হয় তাকে। অন্যদিকে, কাজ থেকে বহিষ্কৃত এক পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করছেন ইরফান খান। ছবিতে রয়েছেন শাবানা আজমি জ্যাকি শ্রফ। আগামী ৯ অক্টোবর মুক্তি পাবে যযবা।