উপমহাদেশের খ্যাতিমান সাংস্কৃতিক সংগঠন ক্যালকাটা ইয়ুথ কয়্যার গ্রুপ তির্যক যশোরের আমন্ত্রণে বৃহস্পতিবার যশোরে আসছে। ২৩ সদস্যের প্রতিনিধি দলটি বেনাপোল সীমান্ত দিয়ে বেলা ১১টায় বাংলাদেশে প্রবেশ করবে। বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন তাদের স্বাগত জানাতে উপস্থিত থাকার কথা রয়েছে।
সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দলটি। এর আগে দলটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করবেন সত্যজিৎ রায় প্রতিষ্ঠিত সংগঠনটির সদস্যরা। যশোরের ২৩ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের উত্তরীয় পরিয়ে দেবেন।
সাংস্কৃতিক পর্বের শুরুতে যশোরের সকল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে গণসঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। শুক্রবার সকালে কলকাতা ফিরে যাবে দলটি। গত বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে তির্যক যশোর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৫৮ সালে রুমা গুহ ঠাকুরতা, সলিল চৌধুরী ও সত্যজিৎ রায় সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।