নিজস্ব প্রতিবেদক॥
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। গড় অনুপস্থিতির হার ০.২০ শতাংশ।
এবার রংপুর জেলায় ২৮ হাজার ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ২৮ হাজার ২৫২ জন।
মোট ৪৬ টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনো বহিষ্কার ছিল না।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।
এদিকে পরীক্ষা শুরুর পর সকাল সাড়ে ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এবং জেলা প্রশাসক রাহাত আনোয়ার জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
সংবাদ শিরোনাম ::
রংপুরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৫৬
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
- 401
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ