স্পোর্টস ডেস্ক
সেমিফাইনালে একনম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামসের বিপক্ষে দারুণ জয় কুড়ান বেলিন্ডা বেনসিচ। আর শেষ পর্যন্ত আরেক অঘটনের জন্ম দিয়ে রজার্স কাপ শিরোপাও হাতে তুললেন এ সুইস অষ্টাদর্শী। টরোন্টোয় মহিলা এককের ফাইনালে এবার বেনসিচের শিকার বিশ্বের তৃতীয় শীর্ষ টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ। অবশ্য রুমানিয়ান এ তারকা এদিন হার মানেন ইনজুরির কাছে। প্রথম দুই সেট ১-১এ সমতা শেষে চোট নিয়ে তৃতীয় সেটের মাঝপথে খেলা থেকে সরে দাঁড়ান সিমোনা হালেপ। শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে এ সময় ৩-০ গেমে এগিয়ে ছিলেন বেনসিচ। ফাইনালের শুরুতে উভয় তারকার দারুন টেনিস উপভোগ করেন দর্শকরা। প্রথম দুই সেটের ফল ছিল ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭)।
সংবাদ শিরোনাম ::
রজার্স কাপ বেনসিচেরই
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
- 398
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ