লন্ডন : লন্ডনের লেস্টারের ক্রোমার স্ট্রিট থেকে উদ্ধার হল ৪৬ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূত নারীর মৃতদেহ। একটি পরিত্যক্ত সুটকেসে কিরণ দাউদিয়া নামে ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। অভিযোগের তির স্বামী অশ্বিন দাউদিয়ার দিকে। তাঁকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। লেস্টারশায়ার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি স্যুটকেসে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই ওই মহিলার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।’ ঠিক কী কারণে ওই মহিলাকে খুন করা হয়েছে, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। কিরণ এবং অশ্বিনের দুই ছেলেও রয়েছে।
এক বিবৃতিতে পরিবারের তরফ থেকে বলা হয়েছে, ‘কিরণকে সবাই খুব মিস করবে। তাঁকে সবাই খুব ভালবাসত।’ ঘটনার দিন কাজের পরেই নিখোঁজ হন কিরণ। জসপ্রীত কৌর নামে এক মহিলাকে কিরণের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন তাঁর বোন। জসপ্রীত বলেন, ‘ওই মহিলা বলেন আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল দুপুর দুইটায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল। কাজ শেষের পর তাঁকে আর দেখা যায়নি। আমার কিরণের জন্য খুব চিন্তা হচ্ছে।’ ময়নাতদন্তের পরেই খুনের কারণ সামনে আসবে বলে মনে করছে পুলিশ।