খেলাধুলা প্রতিনিধি,
থিবো কুরতোয়ার লাল কার্ডের বিপক্ষে আবেদন করেছে চেলসি। শনিবার স্টামফোর্ড ব্রিজে মওসুমে নিজেদের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ম্যাচের ৫২ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড বাফেতিম্বি গোমেজকে ডি বক্সের মধ্যে সরাসরি বাধা দিয়ে লাল কার্ড দেখেন চেলসির গোলরক্ষক থিবো কুরতোয়া। ওই অপরাধে পেনাল্টি পায় সোয়ানসি। সেখান থেকে গোল করে সোয়ানসিকে ২-২ গোলে সমতায় ফেরান গোমেজ। এরপর দুই দল গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় চেলসি ও সোয়ানসিকে। চেলসির করা আপিল মঙ্গলবার খতিয়ে দেখবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। যদি তাদের আপিল খারিজ হয়ে যায় তবে আগামী রোববার ইত্তিহাদে স্বাগতিক ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে পারবেন না বেলজিয়ান গোলরক্ষক থিবো কুরতোয়া। চলতি মওসুমে স্টোক সিটিতে থেকে চেলসিতে যোগ দেয়া গোলরক্ষক আসমির বেগোভিক সেদিন কুরতোয়ার বদলে ম্যাচের বাকি সময় গোলবারের নিচে দাঁড়ান। লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেন নি চেলসির কোচ হোসে মরিনহো। তবে ওই লাল কার্ডের কারণেই চেলসি পয়েন্ট খুইয়েছে বলে মনে করেন তিনি।
সংবাদ শিরোনাম ::
লাল কার্ডের বিপক্ষে চেলসির আবেদন
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫
- 437
ট্যাগস :