রাজধানীর ফার্মগেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে শিবির সন্দেহে ৪১ জনকে আটক করেছে পুলিশ। আজ বিকালে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটককৃতরা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। বিকাল পাঁচটার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের ১২ তলায় অবস্থিত স্কাই রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। সায়েন্স ইয়ুথ ক্লাব তেজগাঁও ডিভিশন আয়োজিত ‘ক্যারিয়ার লাইফ লাইন প্রোগ্রাম’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিতে এই রেস্টুরেন্টে জড়ো হয়েছিল ওই ৪১জন। আটকৃতদের বেশির ভাগ রেটিনা কোচিং সেন্টারের শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, লিফলেট ও ভর্তি ফরম উদ্ধার করা হয়। তেজগাঁও থানায় জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে তিনটায় বাবুল টাওয়ারের ১৩ তলায় বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে একাধিক শিবিরের কেন্দ্রীয় নেতা আছেন।
সংবাদ শিরোনাম ::
শিবির সন্দেহে ৪১ জন আটক
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
- 387
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ