ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্য জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও গৃহ নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে টেকসই উন্নয়নের সংলাপ বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: এনএইচকেকে প্রধান উপদেষ্টা হবিগঞ্জে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত মেহের আফরোজ শাওন গ্রেপ্তার বহিষ্কৃত নেতা সাংগঠনিক টিম প্রধান! বাংলাদেশী সংস্কৃতির বিকাশ বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্দোগে কার্ডিফে মরহুম ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

শিশুমৃত্যু হার ভারতে সর্বাধিক

1059
স্বাস্থ্য সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৫ বছরের কম বয়সী প্রতি ৫টিতে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। এ বছর শুধু ভারতেই এ পর্যন্ত ১২ লাখ শিশুর মৃত্যু হয়েছে, যা সর্বাধিক। বিশ্বে সবমিলিয়ে ৫৯ লাখ শিশুর মৃত্যু হয়েছে। শতকরা হিসেবে বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে শিশুমৃত্যুর হার ২০ শতাংশ। ভারতে নিউমোনিয়া ও ডায়রিয়ার সংক্রমণে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। জাতিসংঘ শিশু উন্নয়ন বিষয়ক সংস্থা ইউনিসেফের নেতৃত্বে ইউএন ইন্টার-এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মরট্যালিটি এস্টিমেশন (ইউএনআইজিএমই)-এর এক গবেষণায় এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে মাত্র ৬২টি রাষ্ট্র মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বিশ্বের ৬২টি দেশের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ ও নেপাল। কিন্তু, ভারত সে তালিকায় স্থান পায়নি। ভারতে যেখানে ১৯৯০ সালে ৫ বছরের কম বয়সী প্রতি ১,০০০ শিশুর মধ্যে ১২৬টি শিশুর মৃত্যু হতো, সেখানে ২০১৫ সালে তা ৬২ শতাংশ কমে ৪৮টিতে দাঁড়িয়েছে, যা লক্ষ্যপূরণের বেশ কাছাকাছি। ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস পাওয়ার ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। গত ২৫ বছরে এ বয়স সীমায় শিশুমৃত্যু ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু, লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ গতিতে উন্নতি হলে, ২০৩০ সালের মধ্যে সে লক্ষ্যমাত্রা অর্জন করবে ভারত। ১৯৯০ সালে যেখানে ভারতে প্রতি ১০০০ শিশুর মধ্যে ৯১টি মৃত্যুর ঘটনা ঘটতো, সেখানে ২০১৫ সালে এ পর্যন্ত প্রতি হাজারে ৪৩টি শিশুর মৃত্যু হয়েছে।
১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৫ বছরের পথ-পরিক্রমায় বিশ্বে শিশুমৃত্যু হার কমেছে ৫৩ শতাংশ। ২৫ বছরে বিশ্বজুড়ে ১ কোটি ২৭ লাখ শিশুর মৃত্যু হতো, সেখানে ২০১৫ সালে সে সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫৯ লাখে। ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫ বছরের কম বয়সী ২৩ কোটি ৬৩ লাখ শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশে শিশুমৃত্যু হার কমেছে ৭৩ দশমিক ৬ শতাংশ। মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২৫ বছরের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার দুই-তৃতীয়াংশ হ্রাস করতে হবে, যা পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

শিশুমৃত্যু হার ভারতে সর্বাধিক

আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫

1059
স্বাস্থ্য সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৫ বছরের কম বয়সী প্রতি ৫টিতে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। এ বছর শুধু ভারতেই এ পর্যন্ত ১২ লাখ শিশুর মৃত্যু হয়েছে, যা সর্বাধিক। বিশ্বে সবমিলিয়ে ৫৯ লাখ শিশুর মৃত্যু হয়েছে। শতকরা হিসেবে বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে শিশুমৃত্যুর হার ২০ শতাংশ। ভারতে নিউমোনিয়া ও ডায়রিয়ার সংক্রমণে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। জাতিসংঘ শিশু উন্নয়ন বিষয়ক সংস্থা ইউনিসেফের নেতৃত্বে ইউএন ইন্টার-এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মরট্যালিটি এস্টিমেশন (ইউএনআইজিএমই)-এর এক গবেষণায় এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে মাত্র ৬২টি রাষ্ট্র মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বিশ্বের ৬২টি দেশের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ ও নেপাল। কিন্তু, ভারত সে তালিকায় স্থান পায়নি। ভারতে যেখানে ১৯৯০ সালে ৫ বছরের কম বয়সী প্রতি ১,০০০ শিশুর মধ্যে ১২৬টি শিশুর মৃত্যু হতো, সেখানে ২০১৫ সালে তা ৬২ শতাংশ কমে ৪৮টিতে দাঁড়িয়েছে, যা লক্ষ্যপূরণের বেশ কাছাকাছি। ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস পাওয়ার ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। গত ২৫ বছরে এ বয়স সীমায় শিশুমৃত্যু ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু, লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ গতিতে উন্নতি হলে, ২০৩০ সালের মধ্যে সে লক্ষ্যমাত্রা অর্জন করবে ভারত। ১৯৯০ সালে যেখানে ভারতে প্রতি ১০০০ শিশুর মধ্যে ৯১টি মৃত্যুর ঘটনা ঘটতো, সেখানে ২০১৫ সালে এ পর্যন্ত প্রতি হাজারে ৪৩টি শিশুর মৃত্যু হয়েছে।
১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৫ বছরের পথ-পরিক্রমায় বিশ্বে শিশুমৃত্যু হার কমেছে ৫৩ শতাংশ। ২৫ বছরে বিশ্বজুড়ে ১ কোটি ২৭ লাখ শিশুর মৃত্যু হতো, সেখানে ২০১৫ সালে সে সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫৯ লাখে। ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫ বছরের কম বয়সী ২৩ কোটি ৬৩ লাখ শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশে শিশুমৃত্যু হার কমেছে ৭৩ দশমিক ৬ শতাংশ। মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২৫ বছরের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার দুই-তৃতীয়াংশ হ্রাস করতে হবে, যা পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে।