বিনোদন প্রতিনিধি,
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’ শুক্রবার মুক্তি পাচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞার স্থগিতাদেশ চেয়ে আপিল করা হলে আপিল বিভাগ আগামী রোববার শুনানীর দিন ধার্য্য করেন। ফলে, শুক্রবার ‘রানা প্লাজা’ মুক্তি পাচ্ছে না বলে ছবির প্রযোজনা সংস্থা এম এ মাল্টিমিডিয়া হাউজ চলচ্চিত্র ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছে আগামী রোববার শুনানী শেষে মুক্তির বিষয়টি নির্ধারিত হবে। উল্লেখ্য, ‘রানা প্লাজা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন, পরীমনি, আবুল হায়াত, কাবিলা সহ অনেকেই। ছবিটি প্রযোজনা করেছেন শাহিনা আক্তার।