স্টাফ রিপোর্টার,
শ্রমিকদের উৎসব বোনাস দেয়ার বিষয়টি আইনগত ভিত্তি পাচ্ছে। শ্রম আইনের বিধিতে ঈদ বা পূজায় শ্রমিকদের বোনাস দেয়ার বাধ্যবাধকতা যুক্ত হচ্ছে। তবে বেতনের কত শতাংশ হারে দিতে হবে সে বিষয়টি অস্পষ্টই থাকছে।
শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যমান শ্রম আইনের ব্যাখ্যা ও স্পষ্টীকরণসহ শিগগির এ বিধি প্রকাশ করবে সরকার।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ‘শ্রম আইনের বিধি প্রকাশ হলে শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে।’