ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন এমনিতেই খরুচে ব্যাপার। তার ওপর বিজ্ঞাপন যখন দামি পণ্যের হয়, তখন খরচও লাফিয়ে বাড়ে কয়েক গুণ। আর সমস্ত রেকর্ড ভেঙেছে শ্যানেল নং ৫। এ পারফিউমের একটি বিজ্ঞাপন বানাতে খরচ হয় ৩৩ মিলিয়ন ডলার, অর্থাৎ দুই শ ষাট কোটি টাকারও বেশি! অতিকায় বাজেটের এ বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছিল ২০০৪ সালে। মডেল হন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান ও ব্রাজিলিয়ান অভিনেতা রদ্রিগো সান্তরো। চার দিনের শুটিংয়ে কিডম্যানকে পারিশ্রমিক দিতে হয়েছে ৩ মিলিয়ন ডলার। অস্ট্রেলিয়ান পরিচালক ও প্রযোজক বাজ লারম্যান বিজ্ঞাপনটি পরিচালনা করেন। এত বেশি ব্যয়ের কারণ নিকোলের পোশাক, সেট ও বিপুল পরিমাণ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন হিসেবে এটা বিশ্বরেকর্ডও গড়ে।

এটাকে দুই মিনিটের একটি সিনেমা বলাই ভালো। এতে কিডম্যান অভিনয় করেছেন এক জনপ্রিয় তারকার চরিত্রে, যিনি নিজের সেলিব্রেটি জীবন থেকে পালাতে ব্যস্ত রাস্তার মাঝে ট্যাক্সি থামিয়ে উঠে পড়েন। ট্যাক্সিতে ছিলেন সান্তরো। তিনি আবার নিকোলকে চেনেন না। দুজন দুজনের প্রেমে পড়েন। সান্তরোর কাছে এই প্রেম ছিল স্বপ্নের মতো। কিন্তু নিকোল কিডম্যানকে আবার ফিরে যেতে হয় তার সেলিব্রেটি জগতে। আর সান্তরো? তিনি কখনোই ভুলতে পারেন না নিকোল কিডম্যানের হাসি আর তার সুঘ্রাণ।

বিজ্ঞাপনটি প্রচারের অল্প দিনেই শ্যানেল নং ৫ পারফিউমের বিক্রি বেড়ে যায় হু হু করে। বিজ্ঞাপনটির মূল আকর্ষণ তার গল্প, যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ওই সময়। এর অনন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক সমন্বয় করেছেন স্কটিশ গীতিকার ক্রেগ আর্মস্ট্রং এবং মূল মিউজিক করেছেন ফ্রেঞ্চ সুরকার ক্লডি ডিবাসি।

ইংল্যান্ড, আমেরিকা ও কানাডার বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়া এই বিজ্ঞাপন যে পরিমাণ সাড়া ফেলে তাতে এক কথায় বলা যায় পয়সা উসুল। ইউটিউব লিংক : ttps://www.youtube.com/watch?v=0hcaaKhGL00

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন

আপডেট সময় : ০৩:১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭

 

বিজ্ঞাপন এমনিতেই খরুচে ব্যাপার। তার ওপর বিজ্ঞাপন যখন দামি পণ্যের হয়, তখন খরচও লাফিয়ে বাড়ে কয়েক গুণ। আর সমস্ত রেকর্ড ভেঙেছে শ্যানেল নং ৫। এ পারফিউমের একটি বিজ্ঞাপন বানাতে খরচ হয় ৩৩ মিলিয়ন ডলার, অর্থাৎ দুই শ ষাট কোটি টাকারও বেশি! অতিকায় বাজেটের এ বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছিল ২০০৪ সালে। মডেল হন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান ও ব্রাজিলিয়ান অভিনেতা রদ্রিগো সান্তরো। চার দিনের শুটিংয়ে কিডম্যানকে পারিশ্রমিক দিতে হয়েছে ৩ মিলিয়ন ডলার। অস্ট্রেলিয়ান পরিচালক ও প্রযোজক বাজ লারম্যান বিজ্ঞাপনটি পরিচালনা করেন। এত বেশি ব্যয়ের কারণ নিকোলের পোশাক, সেট ও বিপুল পরিমাণ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন হিসেবে এটা বিশ্বরেকর্ডও গড়ে।

এটাকে দুই মিনিটের একটি সিনেমা বলাই ভালো। এতে কিডম্যান অভিনয় করেছেন এক জনপ্রিয় তারকার চরিত্রে, যিনি নিজের সেলিব্রেটি জীবন থেকে পালাতে ব্যস্ত রাস্তার মাঝে ট্যাক্সি থামিয়ে উঠে পড়েন। ট্যাক্সিতে ছিলেন সান্তরো। তিনি আবার নিকোলকে চেনেন না। দুজন দুজনের প্রেমে পড়েন। সান্তরোর কাছে এই প্রেম ছিল স্বপ্নের মতো। কিন্তু নিকোল কিডম্যানকে আবার ফিরে যেতে হয় তার সেলিব্রেটি জগতে। আর সান্তরো? তিনি কখনোই ভুলতে পারেন না নিকোল কিডম্যানের হাসি আর তার সুঘ্রাণ।

বিজ্ঞাপনটি প্রচারের অল্প দিনেই শ্যানেল নং ৫ পারফিউমের বিক্রি বেড়ে যায় হু হু করে। বিজ্ঞাপনটির মূল আকর্ষণ তার গল্প, যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ওই সময়। এর অনন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক সমন্বয় করেছেন স্কটিশ গীতিকার ক্রেগ আর্মস্ট্রং এবং মূল মিউজিক করেছেন ফ্রেঞ্চ সুরকার ক্লডি ডিবাসি।

ইংল্যান্ড, আমেরিকা ও কানাডার বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়া এই বিজ্ঞাপন যে পরিমাণ সাড়া ফেলে তাতে এক কথায় বলা যায় পয়সা উসুল। ইউটিউব লিংক : ttps://www.youtube.com/watch?v=0hcaaKhGL00