ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: এনএইচকেকে প্রধান উপদেষ্টা হবিগঞ্জে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত মেহের আফরোজ শাওন গ্রেপ্তার বহিষ্কৃত নেতা সাংগঠনিক টিম প্রধান! বাংলাদেশী সংস্কৃতির বিকাশ বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্দোগে কার্ডিফে মরহুম ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত নো-ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না: মির্জা আব্বাস

‘সবাইকে এক হয়েই সংগীতাঙ্গনের সমস্যার সমাধান করতে হবে’

স্টাফ রিপোর্টার,
967
চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফোক গানে নিজস্ব একটি ধারার সূচনা করেন তিনি। এরই মধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় ফোক গান সালমা উপহার দিয়েছেন। পাশাপাশি স্টেজেও নিজের একটি অবস্থান গড়ে তুলেছেন। দেশ-বিদেশের মঞ্চে মৌলিক ফোক গান গেয়ে প্রশংসিত হয়েছেন এ শিল্পী। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সালমা। এ সময়ের ব্যস্ততা, সংগীতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কি অবস্থা? কেমন চলছে সব?
এইতো খুব ভাল আছি। এখনতো সংসার ও গান নিয়েই পুরো সময় পার করছি। সব মিলিয়ে ভালই চলছে জীবন।
ব্যস্ততা কি নিয়ে?
এখনকার ব্যস্ততা মূলত নতুন গান নিয়ে। দুটি অ্যালবামের কাজ করছি। একটি ফোক গানের। আর অন্যটি লালনের গানের অ্যালবাম। লালনের গানের অ্যালবামটি করছি আমার গুরু শফি মণ্ডলের সঙ্গে। একটি ভিন্নধর্মী প্রজেক্ট হচ্ছে এটি। আর নতুন ৮-৯টি ফোক গান তৈরি করেছি। এগুলোর কাজ করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, সুমন কল্যাণসহ অনেকে। এছাড়াও ঈদের কয়েকটি মিশ্র অ্যালবামে কাজ করছি। পাশাপাশি ঈদের টিভি অনুষ্ঠানের শুটিংয়েও অংশ নিচ্ছি। এইতো, এভাবেই চলে যাচ্ছে।
অ্যালবাম কি ঈদে আসবে?
হ্যাঁ। লালনের গান নিয়ে করা অ্যালবামটি আসছে কোরবানি ঈদে আসবে। এখনও নাম ঠিক করিনি অ্যালবামের। অনেক সময় নিয়ে এর কাজ করছি। আশা করছি ভাল লাগবে শ্রোতাদের। আর বাংলা ফোক গানের শ্রোতা কিন্তু সারা বিশ্বে রয়েছে। আমি ফোক গান নিয়ে যে দেশেই শো করতে গিয়েছি, অনেক ভাল সাড়া পেয়েছি। তবে এখন আসলে পুরো অ্যালবাম করে লাভ নেই। কারণ অ্যালবামের সব গান শ্রোতাদের কানে তেমন পৌঁছায় না। তাই ফোক গানগুলো নিয়ে অ্যালবাম করবো কিনা সংশয়ে আছি। এমনও হতে পারে গানগুলো ভিডিও করে বিভিন্ন সময়ে সিঙ্গেল আকারে প্রকাশ করবো।
ফোক গান নিয়ে আর বিশেষ কোন পরিকল্পনা আছে?
আমাকে মূলত লালন ও ফোক গান দিয়েই মানুষ শিল্পী হিসেবে চিনেছে। আমি চেষ্টা করে যাচ্ছি ভাল ফোক গান করার। ভেরিয়েশন আনার জন্য বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছি। তবে সামনে পূর্ণ অ্যালবাম আর করবো না। সিঙ্গেল আকারেই গান প্রকাশ করবো। চেষ্টা করবো ভাল ও মানসম্পন্ন কিছু ফোক গান শ্রোতাদের উপহার দেয়ার।
স্টেজ শো কেমন করা হচ্ছে?
আমি সব সময় স্টেজ শো একটু বেছে বেছে করেছি। এখনও সেরকম করেই করছি। কর্পোরেট শোগুলোই মূলত করছি এখন। এর বাইরে কম করা হচ্ছে। আর দেশের বাইরে শো করতে যাওয়ার কথা চলছে। হয়তো ঈদের পরে যাওয়া হবে।
এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা বেশ খারাপ। সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। এ প্রজন্মের একজন সংগীতশিল্পী হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন?
আমরা কোথায় যেন আটকে আছি। সব যেন একই রকম হচ্ছে। এখান থেকে বের হওয়াটা জরুরি। আর পুরো অডিও ইন্ডাস্ট্রির উন্নয়ন আসলে কারও পক্ষে একা করা সম্ভব নয়। সবাইকে এক হয়েই সংগীতাঙ্গনের সব সমস্যার সমাধান করতে হবে।
সংসার কেমন চলছে?
খুব ভাল চলছে। কারণ স্বামী-সন্তান নিয়ে অনেক ভাল আছি। আসলে পরিবারের সাপোর্ট না পেলেতো আমি এখনও কাজ করে যেতে পারতাম না। তাই পরিবারের সব সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আগে পরিবারকে সময় দিচ্ছি, তারপর গানে। তাদের সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে

‘সবাইকে এক হয়েই সংগীতাঙ্গনের সমস্যার সমাধান করতে হবে’

আপডেট সময় : ০৯:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫

স্টাফ রিপোর্টার,
967
চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফোক গানে নিজস্ব একটি ধারার সূচনা করেন তিনি। এরই মধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় ফোক গান সালমা উপহার দিয়েছেন। পাশাপাশি স্টেজেও নিজের একটি অবস্থান গড়ে তুলেছেন। দেশ-বিদেশের মঞ্চে মৌলিক ফোক গান গেয়ে প্রশংসিত হয়েছেন এ শিল্পী। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সালমা। এ সময়ের ব্যস্ততা, সংগীতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কি অবস্থা? কেমন চলছে সব?
এইতো খুব ভাল আছি। এখনতো সংসার ও গান নিয়েই পুরো সময় পার করছি। সব মিলিয়ে ভালই চলছে জীবন।
ব্যস্ততা কি নিয়ে?
এখনকার ব্যস্ততা মূলত নতুন গান নিয়ে। দুটি অ্যালবামের কাজ করছি। একটি ফোক গানের। আর অন্যটি লালনের গানের অ্যালবাম। লালনের গানের অ্যালবামটি করছি আমার গুরু শফি মণ্ডলের সঙ্গে। একটি ভিন্নধর্মী প্রজেক্ট হচ্ছে এটি। আর নতুন ৮-৯টি ফোক গান তৈরি করেছি। এগুলোর কাজ করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, সুমন কল্যাণসহ অনেকে। এছাড়াও ঈদের কয়েকটি মিশ্র অ্যালবামে কাজ করছি। পাশাপাশি ঈদের টিভি অনুষ্ঠানের শুটিংয়েও অংশ নিচ্ছি। এইতো, এভাবেই চলে যাচ্ছে।
অ্যালবাম কি ঈদে আসবে?
হ্যাঁ। লালনের গান নিয়ে করা অ্যালবামটি আসছে কোরবানি ঈদে আসবে। এখনও নাম ঠিক করিনি অ্যালবামের। অনেক সময় নিয়ে এর কাজ করছি। আশা করছি ভাল লাগবে শ্রোতাদের। আর বাংলা ফোক গানের শ্রোতা কিন্তু সারা বিশ্বে রয়েছে। আমি ফোক গান নিয়ে যে দেশেই শো করতে গিয়েছি, অনেক ভাল সাড়া পেয়েছি। তবে এখন আসলে পুরো অ্যালবাম করে লাভ নেই। কারণ অ্যালবামের সব গান শ্রোতাদের কানে তেমন পৌঁছায় না। তাই ফোক গানগুলো নিয়ে অ্যালবাম করবো কিনা সংশয়ে আছি। এমনও হতে পারে গানগুলো ভিডিও করে বিভিন্ন সময়ে সিঙ্গেল আকারে প্রকাশ করবো।
ফোক গান নিয়ে আর বিশেষ কোন পরিকল্পনা আছে?
আমাকে মূলত লালন ও ফোক গান দিয়েই মানুষ শিল্পী হিসেবে চিনেছে। আমি চেষ্টা করে যাচ্ছি ভাল ফোক গান করার। ভেরিয়েশন আনার জন্য বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছি। তবে সামনে পূর্ণ অ্যালবাম আর করবো না। সিঙ্গেল আকারেই গান প্রকাশ করবো। চেষ্টা করবো ভাল ও মানসম্পন্ন কিছু ফোক গান শ্রোতাদের উপহার দেয়ার।
স্টেজ শো কেমন করা হচ্ছে?
আমি সব সময় স্টেজ শো একটু বেছে বেছে করেছি। এখনও সেরকম করেই করছি। কর্পোরেট শোগুলোই মূলত করছি এখন। এর বাইরে কম করা হচ্ছে। আর দেশের বাইরে শো করতে যাওয়ার কথা চলছে। হয়তো ঈদের পরে যাওয়া হবে।
এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা বেশ খারাপ। সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। এ প্রজন্মের একজন সংগীতশিল্পী হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন?
আমরা কোথায় যেন আটকে আছি। সব যেন একই রকম হচ্ছে। এখান থেকে বের হওয়াটা জরুরি। আর পুরো অডিও ইন্ডাস্ট্রির উন্নয়ন আসলে কারও পক্ষে একা করা সম্ভব নয়। সবাইকে এক হয়েই সংগীতাঙ্গনের সব সমস্যার সমাধান করতে হবে।
সংসার কেমন চলছে?
খুব ভাল চলছে। কারণ স্বামী-সন্তান নিয়ে অনেক ভাল আছি। আসলে পরিবারের সাপোর্ট না পেলেতো আমি এখনও কাজ করে যেতে পারতাম না। তাই পরিবারের সব সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আগে পরিবারকে সময় দিচ্ছি, তারপর গানে। তাদের সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।