ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

‘সবাইকে এক হয়েই সংগীতাঙ্গনের সমস্যার সমাধান করতে হবে’

স্টাফ রিপোর্টার,
967
চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফোক গানে নিজস্ব একটি ধারার সূচনা করেন তিনি। এরই মধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় ফোক গান সালমা উপহার দিয়েছেন। পাশাপাশি স্টেজেও নিজের একটি অবস্থান গড়ে তুলেছেন। দেশ-বিদেশের মঞ্চে মৌলিক ফোক গান গেয়ে প্রশংসিত হয়েছেন এ শিল্পী। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সালমা। এ সময়ের ব্যস্ততা, সংগীতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কি অবস্থা? কেমন চলছে সব?
এইতো খুব ভাল আছি। এখনতো সংসার ও গান নিয়েই পুরো সময় পার করছি। সব মিলিয়ে ভালই চলছে জীবন।
ব্যস্ততা কি নিয়ে?
এখনকার ব্যস্ততা মূলত নতুন গান নিয়ে। দুটি অ্যালবামের কাজ করছি। একটি ফোক গানের। আর অন্যটি লালনের গানের অ্যালবাম। লালনের গানের অ্যালবামটি করছি আমার গুরু শফি মণ্ডলের সঙ্গে। একটি ভিন্নধর্মী প্রজেক্ট হচ্ছে এটি। আর নতুন ৮-৯টি ফোক গান তৈরি করেছি। এগুলোর কাজ করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, সুমন কল্যাণসহ অনেকে। এছাড়াও ঈদের কয়েকটি মিশ্র অ্যালবামে কাজ করছি। পাশাপাশি ঈদের টিভি অনুষ্ঠানের শুটিংয়েও অংশ নিচ্ছি। এইতো, এভাবেই চলে যাচ্ছে।
অ্যালবাম কি ঈদে আসবে?
হ্যাঁ। লালনের গান নিয়ে করা অ্যালবামটি আসছে কোরবানি ঈদে আসবে। এখনও নাম ঠিক করিনি অ্যালবামের। অনেক সময় নিয়ে এর কাজ করছি। আশা করছি ভাল লাগবে শ্রোতাদের। আর বাংলা ফোক গানের শ্রোতা কিন্তু সারা বিশ্বে রয়েছে। আমি ফোক গান নিয়ে যে দেশেই শো করতে গিয়েছি, অনেক ভাল সাড়া পেয়েছি। তবে এখন আসলে পুরো অ্যালবাম করে লাভ নেই। কারণ অ্যালবামের সব গান শ্রোতাদের কানে তেমন পৌঁছায় না। তাই ফোক গানগুলো নিয়ে অ্যালবাম করবো কিনা সংশয়ে আছি। এমনও হতে পারে গানগুলো ভিডিও করে বিভিন্ন সময়ে সিঙ্গেল আকারে প্রকাশ করবো।
ফোক গান নিয়ে আর বিশেষ কোন পরিকল্পনা আছে?
আমাকে মূলত লালন ও ফোক গান দিয়েই মানুষ শিল্পী হিসেবে চিনেছে। আমি চেষ্টা করে যাচ্ছি ভাল ফোক গান করার। ভেরিয়েশন আনার জন্য বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছি। তবে সামনে পূর্ণ অ্যালবাম আর করবো না। সিঙ্গেল আকারেই গান প্রকাশ করবো। চেষ্টা করবো ভাল ও মানসম্পন্ন কিছু ফোক গান শ্রোতাদের উপহার দেয়ার।
স্টেজ শো কেমন করা হচ্ছে?
আমি সব সময় স্টেজ শো একটু বেছে বেছে করেছি। এখনও সেরকম করেই করছি। কর্পোরেট শোগুলোই মূলত করছি এখন। এর বাইরে কম করা হচ্ছে। আর দেশের বাইরে শো করতে যাওয়ার কথা চলছে। হয়তো ঈদের পরে যাওয়া হবে।
এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা বেশ খারাপ। সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। এ প্রজন্মের একজন সংগীতশিল্পী হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন?
আমরা কোথায় যেন আটকে আছি। সব যেন একই রকম হচ্ছে। এখান থেকে বের হওয়াটা জরুরি। আর পুরো অডিও ইন্ডাস্ট্রির উন্নয়ন আসলে কারও পক্ষে একা করা সম্ভব নয়। সবাইকে এক হয়েই সংগীতাঙ্গনের সব সমস্যার সমাধান করতে হবে।
সংসার কেমন চলছে?
খুব ভাল চলছে। কারণ স্বামী-সন্তান নিয়ে অনেক ভাল আছি। আসলে পরিবারের সাপোর্ট না পেলেতো আমি এখনও কাজ করে যেতে পারতাম না। তাই পরিবারের সব সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আগে পরিবারকে সময় দিচ্ছি, তারপর গানে। তাদের সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

‘সবাইকে এক হয়েই সংগীতাঙ্গনের সমস্যার সমাধান করতে হবে’

আপডেট সময় : ০৯:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫

স্টাফ রিপোর্টার,
967
চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফোক গানে নিজস্ব একটি ধারার সূচনা করেন তিনি। এরই মধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় ফোক গান সালমা উপহার দিয়েছেন। পাশাপাশি স্টেজেও নিজের একটি অবস্থান গড়ে তুলেছেন। দেশ-বিদেশের মঞ্চে মৌলিক ফোক গান গেয়ে প্রশংসিত হয়েছেন এ শিল্পী। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সালমা। এ সময়ের ব্যস্ততা, সংগীতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কি অবস্থা? কেমন চলছে সব?
এইতো খুব ভাল আছি। এখনতো সংসার ও গান নিয়েই পুরো সময় পার করছি। সব মিলিয়ে ভালই চলছে জীবন।
ব্যস্ততা কি নিয়ে?
এখনকার ব্যস্ততা মূলত নতুন গান নিয়ে। দুটি অ্যালবামের কাজ করছি। একটি ফোক গানের। আর অন্যটি লালনের গানের অ্যালবাম। লালনের গানের অ্যালবামটি করছি আমার গুরু শফি মণ্ডলের সঙ্গে। একটি ভিন্নধর্মী প্রজেক্ট হচ্ছে এটি। আর নতুন ৮-৯টি ফোক গান তৈরি করেছি। এগুলোর কাজ করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, সুমন কল্যাণসহ অনেকে। এছাড়াও ঈদের কয়েকটি মিশ্র অ্যালবামে কাজ করছি। পাশাপাশি ঈদের টিভি অনুষ্ঠানের শুটিংয়েও অংশ নিচ্ছি। এইতো, এভাবেই চলে যাচ্ছে।
অ্যালবাম কি ঈদে আসবে?
হ্যাঁ। লালনের গান নিয়ে করা অ্যালবামটি আসছে কোরবানি ঈদে আসবে। এখনও নাম ঠিক করিনি অ্যালবামের। অনেক সময় নিয়ে এর কাজ করছি। আশা করছি ভাল লাগবে শ্রোতাদের। আর বাংলা ফোক গানের শ্রোতা কিন্তু সারা বিশ্বে রয়েছে। আমি ফোক গান নিয়ে যে দেশেই শো করতে গিয়েছি, অনেক ভাল সাড়া পেয়েছি। তবে এখন আসলে পুরো অ্যালবাম করে লাভ নেই। কারণ অ্যালবামের সব গান শ্রোতাদের কানে তেমন পৌঁছায় না। তাই ফোক গানগুলো নিয়ে অ্যালবাম করবো কিনা সংশয়ে আছি। এমনও হতে পারে গানগুলো ভিডিও করে বিভিন্ন সময়ে সিঙ্গেল আকারে প্রকাশ করবো।
ফোক গান নিয়ে আর বিশেষ কোন পরিকল্পনা আছে?
আমাকে মূলত লালন ও ফোক গান দিয়েই মানুষ শিল্পী হিসেবে চিনেছে। আমি চেষ্টা করে যাচ্ছি ভাল ফোক গান করার। ভেরিয়েশন আনার জন্য বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছি। তবে সামনে পূর্ণ অ্যালবাম আর করবো না। সিঙ্গেল আকারেই গান প্রকাশ করবো। চেষ্টা করবো ভাল ও মানসম্পন্ন কিছু ফোক গান শ্রোতাদের উপহার দেয়ার।
স্টেজ শো কেমন করা হচ্ছে?
আমি সব সময় স্টেজ শো একটু বেছে বেছে করেছি। এখনও সেরকম করেই করছি। কর্পোরেট শোগুলোই মূলত করছি এখন। এর বাইরে কম করা হচ্ছে। আর দেশের বাইরে শো করতে যাওয়ার কথা চলছে। হয়তো ঈদের পরে যাওয়া হবে।
এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা বেশ খারাপ। সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। এ প্রজন্মের একজন সংগীতশিল্পী হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন?
আমরা কোথায় যেন আটকে আছি। সব যেন একই রকম হচ্ছে। এখান থেকে বের হওয়াটা জরুরি। আর পুরো অডিও ইন্ডাস্ট্রির উন্নয়ন আসলে কারও পক্ষে একা করা সম্ভব নয়। সবাইকে এক হয়েই সংগীতাঙ্গনের সব সমস্যার সমাধান করতে হবে।
সংসার কেমন চলছে?
খুব ভাল চলছে। কারণ স্বামী-সন্তান নিয়ে অনেক ভাল আছি। আসলে পরিবারের সাপোর্ট না পেলেতো আমি এখনও কাজ করে যেতে পারতাম না। তাই পরিবারের সব সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আগে পরিবারকে সময় দিচ্ছি, তারপর গানে। তাদের সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।