স্টাফ রিপোর্টার,
অবস্থার কিছুটা উন্নতি হলেও নিউমোনিয়ায় আক্রান্ত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এয়ার এ্যাম্বুলেন্সের একটি বিমানে করে শনিবার দুপুর ১২টার পরে স্ত্রী-মেয়েরা তাকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওয়ানা হন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে গত ৩রা সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। মহসিন আলীকে নিয়ে যাওয়ার জন্য সকাল পৌনে দশটার কিছু আগে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছে। এর আগেও বাইপাস সার্জারি হয়েছে সৈয়দ মহসিন আলীর। এছাড়াও তিনি ডায়াবেটিসে ভুগছেন।
সংবাদ শিরোনাম ::
সমাজকল্যাণমন্ত্রী সিঙ্গাপুরের পথে
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
- 337
ট্যাগস :