সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহী রাজিউন। আজ সোমবার সকাল ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মন্ত্রীর ভাই সৈয়দ মোস্তাক আলী মানবজমিনকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৩রা সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ বছর বয়সী সৈয়দ মহসিন আলী। প্রথম দু’দিন রাজধানীর বারডেমে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুরে নেয়ার পর থেকেআইসিইউতে লাইফ সাপোর্টে তার চিকিৎসা চলছিল। ঢাকায়ও তিনি লাইফ সাপোর্টেই ছিলেন। গত ১০ সেপ্টেম্বর তার অবস্থার দৃশ্যমান উন্নতি হওয়ায় চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাঁকে কেবিনে স্থানান্তর করেছিলেন। এ অবস্থায় তিনি আজ মারা যান। মন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনসহ পরিবারের সদস্যরা রয়েছেন। মন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ শিরোনাম ::
সমাজকল্যাণ মন্ত্রী আর নেই
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
- 360
ট্যাগস :