ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম ১২ কর্মকর্তাকে ঢাকায় না থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার “সিলেট পলিটেকনিকে দিনব্যাপী স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন সম্পন্ন”

‘সরকার সব কিছুতেই ষড়যন্ত্র খোঁজে’

2040
সরকার সব কিছুতেই ষড়যন্ত্র খোঁজে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার বিকালে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আসাদুজ্জামান রিপন বলেন, সব কিছুতেই ষড়যন্ত্র খোঁজে কিন্তু সঙ্কট উত্তোরণের উদ্যোগ গ্রহণ করে না। আর দেশের বর্তমান যে সঙ্কট চলছে তা থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিপন বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সংলাপ ও আলোচনা পরিবেশ তৈরি করুন। একই সঙ্গে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠনে সহযোগিতা করুন। তিনি বলেন, টিআইবি যখন সরকারের সমালোচনা করে তখনই ক্ষমতাসীনরা তাদের আয়ের উৎস খোঁজে। কিন্তু সরকারের মন্ত্রী-এমপিদের আয়ের উৎস জনগণকে কখনো অবহিত করা হয় না। তিনি অবিলম্বে মন্ত্রী-এমপিদের আয়ের হিসাব জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। ভূয়া বিরোধী দল নিয়ে ক্ষমতাসীনরা ‘২০১৯’ সাল পর্যন্ত জাতীয় সংসদ চালাতে পারবে না বলে সরকারকে চ্যালেঞ্জ করে রিপন বলেন, ভুয়া বিরোধী দল নয়, বিএনপির সাথে সরকারকে সংলাপে বসতে হবে। কারণ আইন অনুযায়ি বিএনপিই বিরোধী দল, জাতীয় পার্টি নয়। এমনকি বর্হিবিশ্বও বিএনপিকে বিরোধী দল হিসাবে পর্যবেক্ষণ করে। বর্তমান জাতীয় সংসদে বিরোধী দল একটি বাজে নজীর চিহ্নিত হয়ে থাকবে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, গত নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছিলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেনি। অথচ নির্বাচন কমিশন তাদের ৩০ জন সংসদ সদস্য ঘোষণা দিয়েছে। যা বাংলাদেশের জনগণসহ বর্হিবিশ্ব তাদেরকে এখন স্বীকৃতি দেয়নি। তাই সরকারের জন্য মঙ্গল হবে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেয়া। আসাদুজ্জামান রিপন সংসদে না থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দল ও তার মিত্রদের বিএনপির সমালোচনায় মুখর থাকার ঘটনাকে ‘অনভিপ্রেত’ ও ‘অসংসদীয়’ বলে মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান

‘সরকার সব কিছুতেই ষড়যন্ত্র খোঁজে’

আপডেট সময় : ১০:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫

2040
সরকার সব কিছুতেই ষড়যন্ত্র খোঁজে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার বিকালে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আসাদুজ্জামান রিপন বলেন, সব কিছুতেই ষড়যন্ত্র খোঁজে কিন্তু সঙ্কট উত্তোরণের উদ্যোগ গ্রহণ করে না। আর দেশের বর্তমান যে সঙ্কট চলছে তা থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিপন বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সংলাপ ও আলোচনা পরিবেশ তৈরি করুন। একই সঙ্গে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠনে সহযোগিতা করুন। তিনি বলেন, টিআইবি যখন সরকারের সমালোচনা করে তখনই ক্ষমতাসীনরা তাদের আয়ের উৎস খোঁজে। কিন্তু সরকারের মন্ত্রী-এমপিদের আয়ের উৎস জনগণকে কখনো অবহিত করা হয় না। তিনি অবিলম্বে মন্ত্রী-এমপিদের আয়ের হিসাব জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। ভূয়া বিরোধী দল নিয়ে ক্ষমতাসীনরা ‘২০১৯’ সাল পর্যন্ত জাতীয় সংসদ চালাতে পারবে না বলে সরকারকে চ্যালেঞ্জ করে রিপন বলেন, ভুয়া বিরোধী দল নয়, বিএনপির সাথে সরকারকে সংলাপে বসতে হবে। কারণ আইন অনুযায়ি বিএনপিই বিরোধী দল, জাতীয় পার্টি নয়। এমনকি বর্হিবিশ্বও বিএনপিকে বিরোধী দল হিসাবে পর্যবেক্ষণ করে। বর্তমান জাতীয় সংসদে বিরোধী দল একটি বাজে নজীর চিহ্নিত হয়ে থাকবে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, গত নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছিলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেনি। অথচ নির্বাচন কমিশন তাদের ৩০ জন সংসদ সদস্য ঘোষণা দিয়েছে। যা বাংলাদেশের জনগণসহ বর্হিবিশ্ব তাদেরকে এখন স্বীকৃতি দেয়নি। তাই সরকারের জন্য মঙ্গল হবে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেয়া। আসাদুজ্জামান রিপন সংসদে না থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দল ও তার মিত্রদের বিএনপির সমালোচনায় মুখর থাকার ঘটনাকে ‘অনভিপ্রেত’ ও ‘অসংসদীয়’ বলে মন্তব্য করেন।