ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ


৫৭ রানে ছিল ১ উইকেট। কিন্তু হঠাৎ ব্যাটিং বিপর্যয়। স্কোর বোর্ডে বাকি ১৬ রান যোগ করতে দুই ব্যাটসম্যান সাজঘরে। ৩৬ রান করে সৌম্য আর ৮ করে বিদায় নেন সাকিব।

প্রথম ইনিংসে ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর আজ ৩৬ রান করে বিদায় নিয়েছেন সৌম্য সরকার। এর আগে প্রথম সেশন শেষে ১ উইকেটে ২০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দলীয় ১৭ রানের মাথায় ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তামিম।

একপ্রকার সাদামাটাভাবেই প্রথম সেশন শেষ করল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৩৮৯ রানের জবাবে ৩৫৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ফলে টাইগারদের সামনে ৬৫ রানের লিড দাঁড় করিয়ে দিল কিউইরা।

দলীয় ৩৫৪ রানের মাথায় রান আউটে কাটা পড়ে বিদায় নেন ওয়াগনার। আর ব্যক্তিগত ৯৮ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান নিকোলস।

সাকিব আল হাসানের হাত ধরে চতুর্থ দিনের প্রথম উইকেট শিকার করে বাংলাদেশ। ব্যক্তিগত ওভারের দ্বিতীয় বলেই টিম সিউদিকে ক্যাচ আউটের ফাঁদে পেলেন সাকিব। আউট হওয়ার আগে ১৭ রান করেছেন সাউদি।

এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আউটফিল্ড ভেজা থাকায় চতুর্থ দিনের খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। আজ ৩০ মিনিট আগে খেলা শুরুর কথা থাকলেও হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামে দু’দল।

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ২৮৯ রানের জবাবে ৭ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিন সাকিব ঘূর্ণিতে নড়বড়ে হয়ে যায় কিউই ব্যাটিং লাইন আপ। সাকিব একাই নেন তিনটি উইকেট। ২টি উইকেট। শিকার করেন পেসার রাব্বি। স্বাগতিকদের পক্ষে ৭৭ রানের ইনিংস খেলেন রস টেইলর। ৬৮ রান এসেছে টম ল্যাথামের ব্যাট থেকে।

আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে।

এছাড়া নুরুল হাসান সোহানের ৪৭, নাজমুল হোসেন শান্তর ১৮ আর শেষ দিকে রুবেল হোসেনের অপরাজিত ১৬ রান দলের সংগ্রহে অবদান রাখে।

কিউইদের হয়ে বল হাতে চমক দেখান টিম সাউদি। তিনি একাই নেন ৫ উইকেট। ৪টি উইকেট শিকার করেন বোল্ট। আর খালি হাতে ফেরেননি ওয়াগনার।

ইনজুরির কারণে এই ম্যাচে নেই তিন টাইগার ক্রিকেটার-মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। মুশফিকের পরিবর্তে টেস্টে অভিষেক হয় নুরুল হাসান সোহানের। ইমরুলের জায়গায় একাদশে ডাক পান সৌম্য সরকার।

মুমিনুলের বদলে একাদশে জায়গা হয় নাজমুল হোসেন শান্তর। সাদা পোশাকে এটিই তাঁর প্রথম ম্যাচ। পাশাপাশি শুভাশিস রায়ের পরিবর্তে একাদশে ডাক পান পেসার রুবেল হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭


৫৭ রানে ছিল ১ উইকেট। কিন্তু হঠাৎ ব্যাটিং বিপর্যয়। স্কোর বোর্ডে বাকি ১৬ রান যোগ করতে দুই ব্যাটসম্যান সাজঘরে। ৩৬ রান করে সৌম্য আর ৮ করে বিদায় নেন সাকিব।

প্রথম ইনিংসে ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর আজ ৩৬ রান করে বিদায় নিয়েছেন সৌম্য সরকার। এর আগে প্রথম সেশন শেষে ১ উইকেটে ২০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দলীয় ১৭ রানের মাথায় ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তামিম।

একপ্রকার সাদামাটাভাবেই প্রথম সেশন শেষ করল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৩৮৯ রানের জবাবে ৩৫৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ফলে টাইগারদের সামনে ৬৫ রানের লিড দাঁড় করিয়ে দিল কিউইরা।

দলীয় ৩৫৪ রানের মাথায় রান আউটে কাটা পড়ে বিদায় নেন ওয়াগনার। আর ব্যক্তিগত ৯৮ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান নিকোলস।

সাকিব আল হাসানের হাত ধরে চতুর্থ দিনের প্রথম উইকেট শিকার করে বাংলাদেশ। ব্যক্তিগত ওভারের দ্বিতীয় বলেই টিম সিউদিকে ক্যাচ আউটের ফাঁদে পেলেন সাকিব। আউট হওয়ার আগে ১৭ রান করেছেন সাউদি।

এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আউটফিল্ড ভেজা থাকায় চতুর্থ দিনের খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। আজ ৩০ মিনিট আগে খেলা শুরুর কথা থাকলেও হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামে দু’দল।

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ২৮৯ রানের জবাবে ৭ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিন সাকিব ঘূর্ণিতে নড়বড়ে হয়ে যায় কিউই ব্যাটিং লাইন আপ। সাকিব একাই নেন তিনটি উইকেট। ২টি উইকেট। শিকার করেন পেসার রাব্বি। স্বাগতিকদের পক্ষে ৭৭ রানের ইনিংস খেলেন রস টেইলর। ৬৮ রান এসেছে টম ল্যাথামের ব্যাট থেকে।

আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে।

এছাড়া নুরুল হাসান সোহানের ৪৭, নাজমুল হোসেন শান্তর ১৮ আর শেষ দিকে রুবেল হোসেনের অপরাজিত ১৬ রান দলের সংগ্রহে অবদান রাখে।

কিউইদের হয়ে বল হাতে চমক দেখান টিম সাউদি। তিনি একাই নেন ৫ উইকেট। ৪টি উইকেট শিকার করেন বোল্ট। আর খালি হাতে ফেরেননি ওয়াগনার।

ইনজুরির কারণে এই ম্যাচে নেই তিন টাইগার ক্রিকেটার-মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। মুশফিকের পরিবর্তে টেস্টে অভিষেক হয় নুরুল হাসান সোহানের। ইমরুলের জায়গায় একাদশে ডাক পান সৌম্য সরকার।

মুমিনুলের বদলে একাদশে জায়গা হয় নাজমুল হোসেন শান্তর। সাদা পোশাকে এটিই তাঁর প্রথম ম্যাচ। পাশাপাশি শুভাশিস রায়ের পরিবর্তে একাদশে ডাক পান পেসার রুবেল হোসেন।