স্টাফ রিপোর্টার,
দুটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে করা হয়েছে। আজ বিকাল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকা থেকে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা সোনাসহ তাকে আটক করে।
আটককৃত স্বর্ণ চোরাকারবারির নাম ইউছুপ আলি গাজি (৪০)। সে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের বাহার আলি গাজির ছেলে।
সাতক্ষীরার ৩৮ বিজিবি’র ভোমরা ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার জানান, বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদ পেয়ে বিিিজবি সদস্যরা ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাতায় অপেক্ষায় থাকে। এ সময় সন্দেহভাজন হিসেবে ইউছুপ আলিতে আটক করা হয। তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় দুটি সোনার বার।
সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটারিয়নের উপ –অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, এ ঘঠনায় হাবিলদার হাবিবুল্লাহ বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় দুই স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
- 251
ট্যাগস :