ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্য জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও গৃহ নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে টেকসই উন্নয়নের সংলাপ বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরন শুরু ব্রিটেনে চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: এনএইচকেকে প্রধান উপদেষ্টা হবিগঞ্জে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত মেহের আফরোজ শাওন গ্রেপ্তার বহিষ্কৃত নেতা সাংগঠনিক টিম প্রধান! বাংলাদেশী সংস্কৃতির বিকাশ বইমেলা আয়োজনের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্দোগে কার্ডিফে মরহুম ফিরুজ আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

সাফ জয়ী দলকে শেখ জামালের সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার,
661
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পুরস্কার একদিন আগে পেয়েছে কিশোর ফুটবলাররা। সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে এ দলটিকে চার বছর রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এর রেশ কাটতে না কাটতে গতকাল সাফ জয়ী কিশোর ফুটবলারদের সংবর্ধনা দিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের মাঠে দেয়া সংবর্ধনায় ডিবিএল গ্রুপের পক্ষ থেকে দলের প্রত্যেক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে দশ হাজার টাকা ও শেখ জামালের পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৬ দলের খুদে ফুটবলাররা দেশের ফুটবলের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। তাদের অভিনন্দনের ভাষা আমার জানা নেই। আমি শুধু এটুকু বলবো, আগামী চার বছর এই ফুটবল দলকে পরিপূর্ণ ফুটবলার হিসেবে তৈরি করার দায়িত্ব আমরা নিয়েছি। তাদের থাকা, খাওয়া ও সম্মানী সব দায়িত্ব আমাদের।’ তিনি আরও বলেন, ‘আগামী মাসে রয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। এটি শেষ করে তারা চলে যাবে বাফুফে একাডেমিতে। আমরা তাদের জন্য বিদেশ থেকে একটি পরিপূর্ণ ফুটবল উন্নয়ন প্রকল্প আনার চেষ্টা করছি। আশা করি আমরা অচিরেই তাদের উন্নত প্রশিক্ষণ ও আধুনিক ফুটবলের কলাকৌশল শিক্ষা দিতে পারবো। আমার আশা এরা শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’ এমন সংবর্ধনা অনুষ্ঠানে নিজের উচ্ছ্বাসটা আর চেপে রাখেননি অনূর্ধ্ব ১৬ দলের অধিনায়ক শাওন হোসেন। তিনি বলেন, ‘এ ধরনের সংবর্ধনা পেয়ে আমরা শুধু এতটুকু বুঝতে পারি, আমাদের নিয়ে ফুটবল অঙ্গনে রয়েছে অনেক আশা। আমাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিলে এ দল আরও উপরে যাবে বলে আমি বিশ্বাস করি।’ অনূর্ধ্ব-১৬ দলের কোচ সৈয়দ গোলাম জিলানি বলেন, ‘খেলোয়াড়দের অনুপ্রেরণাটা ধরে রাখা জরুরি। তারা যাতে কখনও ফুটবল থেকে বিচ্যুত না হয়, সে দায়িত্ব ফুটবল ফেডারেশন ও অন্যদের। দলে রয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। এদের যথাযথভাবে তৈরি করতে হবে।’ সংবর্ধনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, বাফুফে সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীসহ ক্লাবের নির্বাহী কমিটি ও অন্যান্য ফুটবল সংগঠকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

সাফ জয়ী দলকে শেখ জামালের সংবর্ধনা

আপডেট সময় : ১২:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫

স্পোর্টস রিপোর্টার,
661
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পুরস্কার একদিন আগে পেয়েছে কিশোর ফুটবলাররা। সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে এ দলটিকে চার বছর রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এর রেশ কাটতে না কাটতে গতকাল সাফ জয়ী কিশোর ফুটবলারদের সংবর্ধনা দিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের মাঠে দেয়া সংবর্ধনায় ডিবিএল গ্রুপের পক্ষ থেকে দলের প্রত্যেক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে দশ হাজার টাকা ও শেখ জামালের পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৬ দলের খুদে ফুটবলাররা দেশের ফুটবলের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। তাদের অভিনন্দনের ভাষা আমার জানা নেই। আমি শুধু এটুকু বলবো, আগামী চার বছর এই ফুটবল দলকে পরিপূর্ণ ফুটবলার হিসেবে তৈরি করার দায়িত্ব আমরা নিয়েছি। তাদের থাকা, খাওয়া ও সম্মানী সব দায়িত্ব আমাদের।’ তিনি আরও বলেন, ‘আগামী মাসে রয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। এটি শেষ করে তারা চলে যাবে বাফুফে একাডেমিতে। আমরা তাদের জন্য বিদেশ থেকে একটি পরিপূর্ণ ফুটবল উন্নয়ন প্রকল্প আনার চেষ্টা করছি। আশা করি আমরা অচিরেই তাদের উন্নত প্রশিক্ষণ ও আধুনিক ফুটবলের কলাকৌশল শিক্ষা দিতে পারবো। আমার আশা এরা শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’ এমন সংবর্ধনা অনুষ্ঠানে নিজের উচ্ছ্বাসটা আর চেপে রাখেননি অনূর্ধ্ব ১৬ দলের অধিনায়ক শাওন হোসেন। তিনি বলেন, ‘এ ধরনের সংবর্ধনা পেয়ে আমরা শুধু এতটুকু বুঝতে পারি, আমাদের নিয়ে ফুটবল অঙ্গনে রয়েছে অনেক আশা। আমাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিলে এ দল আরও উপরে যাবে বলে আমি বিশ্বাস করি।’ অনূর্ধ্ব-১৬ দলের কোচ সৈয়দ গোলাম জিলানি বলেন, ‘খেলোয়াড়দের অনুপ্রেরণাটা ধরে রাখা জরুরি। তারা যাতে কখনও ফুটবল থেকে বিচ্যুত না হয়, সে দায়িত্ব ফুটবল ফেডারেশন ও অন্যদের। দলে রয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। এদের যথাযথভাবে তৈরি করতে হবে।’ সংবর্ধনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, বাফুফে সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীসহ ক্লাবের নির্বাহী কমিটি ও অন্যান্য ফুটবল সংগঠকরা উপস্থিত ছিলেন।