স্টাফ রিপোর্টার,
সিরিয়ার ঐতিহ্যবাহী নগর পালমিরার এক প্রত্নতত্ত্ববিদকে ‘হত্যা’ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত মে মাসে জাতিসংঘের সংস্থা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা দখল নেয় আইএস। এরপর প্রত্নতত্ত্ববিদ খালেদ আসাদকে (৮২) জিম্মি করে তারা।
আসাদের পরিবারের বরাত দিয়ে সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিম এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার আব্দুল করিম বলেন, এই প্রত্নতত্ত্ববিদকে হত্যা করে তার লাশ পালমিরার প্রধান নগর প্রাঙ্গণের একটি স্তম্ভে ঝুলিয়ে রাখা হয়েছে।
আসাদ পালমিরাতে ৫০ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি সেখানকার প্রাচীন ধ্বংসাবশেষ রক্ষণাবেক্ষণের প্রধান ছিলেন।