ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর বিজয়নগরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট “লন্ডনে ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২ ‘মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন খালেদা জিয়া’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকঃ দ্রুত নির্বাচনের দাবি বিএনপির “যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন” বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় লাভ করেন সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা

সিলেটে পর্দা উঠলো অনুর্ধ্ব-১৬ ফুটবলের

খেলাধুলা প্রতিনিধি,
391
দর্শকভর্তি সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গতকাল ৬ দেশের কিশোর খেলোয়াড়দের নিয়ে ৯ দিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে উদ্বোধনে তেমন জাঁকজমক ছিল না। আয়োজক সিলেট ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, শোকের মাস হওয়ার কারণে এবার জৌলুসপূর্ণ উদ্বোধন করা হয়নি। তবে, সংক্ষিপ্ত পরিসরে সুন্দরভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর উদ্বোধনের দিনই বাজিমাত করেছে সিলেটের দর্শকরা। প্রচারণা এবার তেমন হয়নি। সময় কম থাকায় টিকিট বিক্রি হয় শনিবার থেকে। এরপরও কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে সিলেটে ফুটবল উৎসবের জানান দিলেন ভালভাবেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি বাদল রায়, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম প্রমুখ। বিকাল ৫টায় ম্যাচ শুরুর কথা থাকলেও একটু বিলম্বে শুরু হয় ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল না থাকার পরও দর্শকদের উপস্থিতি সন্তোষজনক। স্কুল কলেজ অনেক ছাত্রছাত্রীদের মাঠে লক্ষ্য করা গেছে দর্শকেরা খেলা উপভোগের জন্য গ্যালারির টিকিট ৩০ ও ৫০ টাকা, ভিআইপি গ্যালারির টিকিট ১০০ টাকা টাকা দিয়ে সংগ্রহ করছেন। শেষ বিকালে গ্যালারি অনেকটাই পরিপূর্ণ হয়ে যায়। দর্শক দেখে খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও মুগ্ধ হন। বলেন, সিলেটের দর্শক হারানো ফুটবলকে জাগাতে পারে। তিনি দর্শক উপস্থিতিকে তার ভাষায় ‘গুড’ বলেন। বলেন, নেপাল বাংলাদেশের খেলায় কিছুটা সমস্যা হয়েছিল। এরপর থেকে দর্শকরা শান্তভাবে এসে খেলা দেখছেন। তিনি সফলভাবে টুর্নামেন্ট সমাপ্তির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ভারতের উড়ন্ত সূচনা
মান্না চৌধুরী, সিলেট থেকে: একপেশে ম্যাচ। ভারতের সামনে অসহায় শ্রীলঙ্কা। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ উপহার দিলো ৫ গোল। বর্তমান চ্যাম্পিয়ন ভারত শিরোপা ধরে রাখার মিশনে করলো উড়ন্ত সূচনা। টুর্নামেন্ট শুরুর দিনের নায়ক সৌরভ মেহের। দুর্দান্ত হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে একাই উড়িয়ে দেন ভারতের ভবিষ্যৎ তারকা। ম্যাচের ৩১ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে লঙ্কার জাল কাঁপিয়ে নিজের এবং দলের গোল সূচনা করেন সৌরভ। ১-০ তে প্রথমার্ধ শেষ করা ভারত দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী। এই অর্ধ্বে গোল উৎসবে মেতে ওঠে চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক পরিকল্পিত আক্রমণ ঠেকাতে দিশেহারা শ্রীলঙ্কা শিবির আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে। তাদের অধিনায়ক মোহাম্মদ আফরান আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান বল। এরপর শুধুই সৌরভ মেহেরের ম্যাচ। দ্বিতীয়ার্ধের ৪ ও ২৮ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সৌরভ। ৫-০ গোলের জয়ে মোহাম্মদ শাহজাহান করেন ১ গোল।
ম্যাচ শেষে ভারতের কোচ বিথান সিং বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে প্রথম ম্যাচেই আমরা দুর্দান্ত জয় পেয়েছি। ছেলেরা খুবই ভাল খেলেছে। আশা করছি, জয়ের এই ধারা ধরে রাখতে পারবো।’
শ্রীলঙ্কান কোচ সুজুকি চিকাশি বলেন, ‘প্রথমার্ধে ভাল খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধের চার মিনিটের মধ্যেই ২ গোল খেয়ে আমরা ম্যাচ থেকে ছিটকে পড়ি। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসে স্বৈরাচারের দোসরদের আস্ফালন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি নাসিম আহমদ চৌধুরীর

সিলেটে পর্দা উঠলো অনুর্ধ্ব-১৬ ফুটবলের

আপডেট সময় : ১১:৫৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫

খেলাধুলা প্রতিনিধি,
391
দর্শকভর্তি সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গতকাল ৬ দেশের কিশোর খেলোয়াড়দের নিয়ে ৯ দিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে উদ্বোধনে তেমন জাঁকজমক ছিল না। আয়োজক সিলেট ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, শোকের মাস হওয়ার কারণে এবার জৌলুসপূর্ণ উদ্বোধন করা হয়নি। তবে, সংক্ষিপ্ত পরিসরে সুন্দরভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর উদ্বোধনের দিনই বাজিমাত করেছে সিলেটের দর্শকরা। প্রচারণা এবার তেমন হয়নি। সময় কম থাকায় টিকিট বিক্রি হয় শনিবার থেকে। এরপরও কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে সিলেটে ফুটবল উৎসবের জানান দিলেন ভালভাবেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি বাদল রায়, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম প্রমুখ। বিকাল ৫টায় ম্যাচ শুরুর কথা থাকলেও একটু বিলম্বে শুরু হয় ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল না থাকার পরও দর্শকদের উপস্থিতি সন্তোষজনক। স্কুল কলেজ অনেক ছাত্রছাত্রীদের মাঠে লক্ষ্য করা গেছে দর্শকেরা খেলা উপভোগের জন্য গ্যালারির টিকিট ৩০ ও ৫০ টাকা, ভিআইপি গ্যালারির টিকিট ১০০ টাকা টাকা দিয়ে সংগ্রহ করছেন। শেষ বিকালে গ্যালারি অনেকটাই পরিপূর্ণ হয়ে যায়। দর্শক দেখে খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও মুগ্ধ হন। বলেন, সিলেটের দর্শক হারানো ফুটবলকে জাগাতে পারে। তিনি দর্শক উপস্থিতিকে তার ভাষায় ‘গুড’ বলেন। বলেন, নেপাল বাংলাদেশের খেলায় কিছুটা সমস্যা হয়েছিল। এরপর থেকে দর্শকরা শান্তভাবে এসে খেলা দেখছেন। তিনি সফলভাবে টুর্নামেন্ট সমাপ্তির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ভারতের উড়ন্ত সূচনা
মান্না চৌধুরী, সিলেট থেকে: একপেশে ম্যাচ। ভারতের সামনে অসহায় শ্রীলঙ্কা। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ উপহার দিলো ৫ গোল। বর্তমান চ্যাম্পিয়ন ভারত শিরোপা ধরে রাখার মিশনে করলো উড়ন্ত সূচনা। টুর্নামেন্ট শুরুর দিনের নায়ক সৌরভ মেহের। দুর্দান্ত হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে একাই উড়িয়ে দেন ভারতের ভবিষ্যৎ তারকা। ম্যাচের ৩১ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে লঙ্কার জাল কাঁপিয়ে নিজের এবং দলের গোল সূচনা করেন সৌরভ। ১-০ তে প্রথমার্ধ শেষ করা ভারত দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী। এই অর্ধ্বে গোল উৎসবে মেতে ওঠে চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক পরিকল্পিত আক্রমণ ঠেকাতে দিশেহারা শ্রীলঙ্কা শিবির আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে। তাদের অধিনায়ক মোহাম্মদ আফরান আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান বল। এরপর শুধুই সৌরভ মেহেরের ম্যাচ। দ্বিতীয়ার্ধের ৪ ও ২৮ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সৌরভ। ৫-০ গোলের জয়ে মোহাম্মদ শাহজাহান করেন ১ গোল।
ম্যাচ শেষে ভারতের কোচ বিথান সিং বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে প্রথম ম্যাচেই আমরা দুর্দান্ত জয় পেয়েছি। ছেলেরা খুবই ভাল খেলেছে। আশা করছি, জয়ের এই ধারা ধরে রাখতে পারবো।’
শ্রীলঙ্কান কোচ সুজুকি চিকাশি বলেন, ‘প্রথমার্ধে ভাল খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধের চার মিনিটের মধ্যেই ২ গোল খেয়ে আমরা ম্যাচ থেকে ছিটকে পড়ি। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক।’