স্পোর্টস ডেস্ক
ইউএস ওপেনে মহিলা এককের সেমিফাইনালের টিকিট পেলেন সিমোনা হালেপ ও ফ্লাভিয়া পেনেত্তা। কোয়ার্টার ফাইনালে আসরের পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার বিপক্ষে জয় পান ৩৩ বছরের পেনেত্তা। এতে ইতিলিয়ান তারকা পেনেত্তা জয় কুড়ান ৪-৬, ৬-৪ ও ৬-২ গেমে। হাই ভোল্টেজ অপর কোয়ার্টার ফাইনালে দুইবারের ফাইনালিস্ট ও র্যাঙ্কিংয়ের সাবেক একনম্বর তারকা ভিক্টোরিয়া আজেরেঙ্কার বিপক্ষে জয় কুড়ান সিমনো হালেপ। বৃষ্টি বিঘিœত ম্যাচে রুমানিয়ান তারকা হালেপ জয় পান ৬-৩, ৪-৬ ও ৬-৪ গেমে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন আসরের দ্বিতীয় শীর্ষ বাছাই হালেপ ও ২৬তম বাছাই পেনেত্তা। প্রথম সেমিফাইনালে লড়বেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ও অপর ইতালিয়ান তারকা রবার্তা ভিঞ্চি।
সংবাদ শিরোনাম ::
সেমিফাইনালে হালেপ-পেনেত্তা
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
- 315
ট্যাগস :