স্টাফ রিপোর্টার,
Barcelona’s Lionel Messi celebrates scoring their first goal
Reuters / Gustau Nacarino
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা গোলের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। ওয়েবসাইটে ফুটবলপ্রেমীদের ভোটে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন বার্সেলোনা তারকা মেসি। এই ফরোয়ার্ড ৩৯ শতাংশ ভোট পান।
দ্বিতীয় হওয়া রোনালদো পেয়েছেন ২৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের অ্যারন রামজি পান ৯ শতাংশ ভোট। মেসির ক্লাব সতীর্থ ব্রাজিলের তারকা নেইমার ৭ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার গত আসরে সেমি-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের জালে অসাধারণ গোলটি করেন মেসি। বল পায়ে ডান দিক থেকে ডি বক্সে ঢুকে এক ঝটকায় ডিফেন্ডার জেরোমে বোয়াটেংকে ফেলে দিয়ে চিপ করে গোলরক্ষক মানুয়েল নয়ারের উপর দিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার অধিনায়ক।