ঝিনাইদহ সদর উপজেলার হরিশংরপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় তুষি খাতুন (২৫) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। তুষি শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রামের মতিউর রহমানের মেয়ে। এসময় তার ভাই ও ভাবী আহত হয়। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, তুষি খাতুন, তার ভাই ও ভাবী মোটর সাইকেল যোগে ঝিনাইদহে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার কোদালিয়া মোড়ে এলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তুষি খাতুন এবং তার ভাই ও ভাবী আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুষি খাতুন ঝিনাইদহ সরকারী কে সি কলেজের মাষ্টার্সের শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় শৈলকুপার কলেজ ছাত্রী নিহত
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
- 246
ট্যাগস :