হজ যাত্রীদের জন্য মাসিক এবং দৈনিক ডাটা রোমিং প্ল্যান নিয়ে বিশেষ হজ্ব রোমিং অফার চালু করেছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। “সহজ এবং সাশ্রয়ী” আর্ন্তজাতিক রোমিং অফারের আওতায় হজ যাত্রীরা এ প্যাকেজ সুবিধা উপভোগ করতে পারবেন।
হজ রোমিং অফারের আওতায় রয়েছে সৌদি আরব থেকে সৌদি আরব ও সৌদি আরব থেকে বাংলাদেশে প্রতি মিনিট ১৫ টাকায় আউটগোয়িং এবং বাংলাদেশে থেকে প্রতি মিনিট ১৬ টাকায় ইনকামিং কল সুবিধা। এই অফারের আওতায় প্রতিটি এসএমএস’এ ১৫ টাকা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারন করা হয়েছে। গ্রাহকরা একটি অনন্য ট্যারিফের পাশাপাশি দুটি সহজ ডাটা প্ল্যান থেকে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। তবে ডাটা প্ল্যানটি শুধুমাত্র রবি’র পোস্ট-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।
হজ্ব যাত্রীরা *১৪০*১০*৪# ডায়াল করে সাশ্রয়ী রোমিং কলরেটের মাসিক আনলিমিটেড ডাটা প্ল্যানটি চার হাজার টাকায় পেতে পারেন। একমাসেরও বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থানকারী হজ যাত্রীদের জন্য অফারটি উপযোগি। এছাড়া যাত্রীরা *১৪০*১০*৩# ডায়াল করে দৈনিক আনলিমিটেড ডাটা প্ল্যান নিতে পারেন। একই কলরেটে “নো ইউজ নো পে” সুবিধায় প্রতিদিন ৮০০ টাকায় এ সেবাটি পাওয়া যাবে।
বিস্তারিত: www.robi.com.bd/en/going-abroad/hajj-roaming ঠিকানায়।