গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলম আরার মেয়ে প্রমিথি রহমানের (২৫) অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর পুলিশ এখনও বলতে পারছে না এটি আসলে হত্যা না আত্মহত্যা। গত শনিবার রাতে রমনা ইস্কাটনের অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে প্রমিথি রহমানের লাশ উদ্ধার করে রমনা থানা পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রমনা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রমিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের ডাক্তারও লাশের ময়না তদন্তে মৃত্যুর কোন কারণ এখনও খুঁজে পাননি। ময়নাতদন্তকারী চিকিত্সক জানিয়েছেন, শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। মুখ থেকে গড়িয়ে পড়া লালা সংগ্রহ করা হয়েছে। ভিসেরা রিপোর্টের জন্য আলামত মহাখালী স্বাস্থ্য অধিদফতরে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, ১৯ সেপ্টেম্বর মেয়েকে ফ্ল্যাটে রেখে দেশের বাইরে যান আলম আরা বেগম। এক সপ্তাহ পর শনিবার রাতে বাসায় ফিরে মেয়েকে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি।