গাজীপুর প্রতিনিধি :জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
সারাদেশের এক হাজার ৭৮৩টি কলেজের মোট ৬৮৪টি কেন্দ্রে দুই লাখ ৯৯ হাজার ৪৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে দুই লাখ ১২ হাজার ৬৬০ জন উত্তীর্ণ হয়েছেন। গড় উত্তীর্ণের হার ৮৯.০২ শতাংশ।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ৈ ফল পাওয়া যাবে।
প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য ১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
স্নাতকোত্তর কোর্সে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল)কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/ এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় শেষবারের মত ৫ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে থেকে জানা যাবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এসব তথ্য জানিয়েছে।