খেলাধুলা প্রতিনিধি,
১০০ মিটারে গ্যাটলিনকে হারানোর পর ২০০ মিটারেও নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন উসাইন বোল্ট। বেইজিংয়ে বৃহস্পতিবার ১৯ দশমিক ৫৫ সেকেন্ডে ২০০ মিটার শেষ করেন বোল্ট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন দৌড়বিদ গ্যটলিন নেন ১৯ দশমিক ৭৪ সেকেন্ড।
এর আগে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে বোল্ট মৌসুমের সেরা টাইমিং ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করেন। আর ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন মাদক গ্রহণের দায়ে ইতোপূর্বে দুইবার নিষিদ্ধ হওয়া গ্যাটলিন।