স্টাফ রিপোর্টার,
ইন্দোনেশিয়ার আভ্যন্তরীণ রুটের একটি বিমান ৫৪ আরোহী নিয়ে নিখোঁজ হয়ে গেছে। আজ পাপুয়া অঞ্চলের পূর্বাঞ্চলে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাপুয়া অঞ্চলের ন্যাশনাল সার্স অ্যান্ড রেসক্যু এজেন্সি (বিএএসএআরএনএএস) এর প্রধান বামবাং সোলিস্টিয়ো বলেছেন, আমরা বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছি। বিএএসএআরএনএএস-এর টুইটার একাউন্টে বলা হয়েছে, বিমানটি ত্রিগানা এয়ার সার্ভিসের মালিকানাধীন। এতে পূূর্ণ বয়স্ক ৪৪ জন, ৫ জন বিমান ক্রু, ৫টি শিশু রয়েছে। ঘটনার সময় বিমানটি সেনটানি এয়ারপোর্ট ও দক্ষিণে জয়াপুরার মধ্যবর্তী স্থানে উড়ছিল। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটলো তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না।
সংবাদ শিরোনাম ::
৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫
- 357
ট্যাগস :