স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লীগে ৫ ম্যাচে তৃতীয় হার দেখলো শিরোপাধারী চেলসি। শনিবার কোচ হোসে মরিনহোর শিষ্যরা ৩-১ গোলে হার দেখলো এভারটনের বিপক্ষে। নিজেদের গুডিসন পার্ক মাঠে হ্যাটট্রিক করেন এভারটনের স্কটিশ মিডফিল্ডার স্টিভেন নেইস্মিথ। ম্যাচের ১৭ ও ২২ মিনিটে নেইস্মিথের জোড়া গোলে এগিয়ে এভারটন। তবে ৩৬ মিনিটে ৩০গজি এক শট থেকে এক গোল শোধ দেন চেলসির সার্বিয়ান মিডফিল্ডার নিমানিয়া মাতিচ। তবে ৮২ মিনিটে ফের গোল পান নেইস্মিথ। চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে ৫ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় চেলসির অবস্থান ১৫ নম্বরে। সমান ম্যাচে এভারটনের সংগ্রহ ৮ পয়েন্ট।
সংবাদ শিরোনাম ::
৫ ম্যাচে তৃতীয় হার চেলসির
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
- 302
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ