বিনোদন প্রতিনিধি,
সারা বিশ্বজুড়ে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি ৬০০ কোটি রুপি আয় করেছে। গত ১৭ জুলাই মুক্তির পর শুধু ভারতেই এর ব্যবসা হয়েছে ৩১৬ কোটি ৬৭ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে এ তথ্য জানান।
মজার ব্যাপার হলো, সালমান খানের আগের ছবি ‘কিক’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ২৫ কোটি রুপি। আর ‘বজরঙ্গি ভাইজান’ আয় করেছে ২৬ কোটি রুপি।
আশা করা হচ্ছে, আমির খানের ‘পিকে’র মোট আয়কে অচিরে ছাড়িয়ে যাবে ‘বজরঙ্গি ভাইজান’। রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’র আয় ছিল মোট ৭৩৫ কোটি রুপি।