
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের অনেক ত্যাগ ও কোরবানীর প্রয়োজন হলেও আজও রাষ্ট্রের সকল পর্যায়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। মূলত মহান একুশের চেতনা সত্য, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা ও নায্য দাবী আদায়ের চেতনা। কিন্তু মহল বিশেষের অপরাজনীতি ও অহমিকার কারণে দীর্ঘকালের পরিক্রমায়ও আমরা একুশের চেতনা বাস্তবায়ন ও মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পারিনি। তাই মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলুমবাজ ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের উদ্যোগে মাওলানা আতহার আলী (রহ.) মিলনায়তনে “ইসলামে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহাসচিব হাফেজ মুহাম্মাদ নুরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদার, যুগ্ম মহাসচিব মাও. জিয়াউল হক মজুমদার, শেখ লোকমান হোসেন, এহতেশাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক আ ক ম আশরাফুল হক, অর্থ সম্পাদক মুফতী আবদুল কাইয়ুম, প্রচার সম্পাদক মাওঃ মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পীরজাদা সৈয়দ মোঃ আহসান, মোহা. মনিরুজ্জামান, ঢাকা মহানগর সহকারী সম্পাদক জি এম মাহমুদ হাসান, সহ-সভাপতি মোঃ জাকারিয়া, ঢাকা মহানগর সদস্য যাত্রাবাড়ী থানার সভাপতি মাকসুদুর রহমান, ওয়ারী থানার সভাপতি হাফেজ মোঃ তারেক জামিল, যাত্রাবাড়ী থানার সেক্রেটারী আতিকুর রহমান নোমান, মোঃ ওবায়দুল্লাহ, মুহা. মোহাইমিনসহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ভাষার মাস আসলে ক্ষমতাসীনরা অতিমাত্রায় মাতামাতি করলেও প্রকৃত ভাষা সৈনিকদের মূল্যায়নের পরিবর্তে নানানভাবে অবমূল্যায়ন ও নাজেহাল করা হচ্ছে। রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে ভাষা আন্দোলনে এ দেশের ছাত্র-জনতা তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে স্মারকলিপি পাঠ করলে প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকার তাদের কারাগারে অন্তরীণ করে।
ভাষা শহীদদের রূহের মাহফেরাত কামনায় ও শাহাদাত কবুলিয়াতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন
প্রতিনিধির নাম 













