ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম ১২ কর্মকর্তাকে ঢাকায় না থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার

কঙ্কালের মুখে ১৮০০ বছরের পুরনো সোনার পাত!

নিউজ ডেস্ক:: কঙ্কালের মুখের একটি সোনার পাত এবং তা নিয়েই প্রত্নতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা প্রায় ১৫০ বছর ধরে গবেষণা চালিয়েছেন! ১৮৭২ সালে ইয়র্ক স্টেশনে একটি সমাধিক্ষেত্রে কঙ্কালের মুখ থেকে এটি পাওয়া যায়।

কঙ্কালটি তৃতীয় শতকের এক নারীর কঙ্কালের মুখের মধ্যে ছিল। কিন্তু কেন এরকম পাত ব্যবহার করা হয়েছিল? এই নারী কোন দেশের? তা নিয়েই শুরু হয় গবেষণা।ইয়র্কশায়ার মিউজিয়াম ছাড়াও বিশ্বের অন্যান্য জায়গায় বিশেষজ্ঞরা বহু গবেষণা করে সম্প্রতি বলেছেন,এটি প্রায় ১৮০০ বছরের পুরনো।

পৃথিবী জুড়ে এরকম সোনার পাতের ২৩টি নির্দশন রয়েছে বলে জানা গিয়েছে।এই ধরনের সোনার পাত সাধারণত পূর্ব রোমের অভিজাত পরিবারের ব্যক্তিরাই ব্যবহার করতেন।অনেকেই বলছেন,এটা ঔষধি হিসাবেই ব্যবহৃত হত।কেউ আবার বলছেন,প্রাচীন আমলে বিশ্বাস করা হত, মৃতদেহ থেকে আত্মা এর ফলে বেরিয়ে যেতে পারবে না।এই নিয়ে গবেষণা এখনও চলছে।

কঙ্কালটির বিভিন্ন পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর সময় এই নারীর বয়স ছিল ১৮-৩০ বছরের মধ্যে। আর তিনি ছিলেন রোমের নাগরিক।এই ধরনের গোল্ডেন মাউথ প্লেক পাওয়া গিয়েছে প্রাচীন রোম,সিরিয়া, তুরস্ক, ক্রিমিয়াতে।এছাড়া ফ্রান্সেও পাওয়া গিয়েছিল এ ধরনের একটি পাত।

এই নারীকে সমাধিস্থ করার সময় নকল রূপার মুদ্রাও সঙ্গে দেয়া হয়েছিল।ওই মুদ্রার একপিঠে ছিল রোমান সম্রাট সেপ্টিমিয়াস সেভেরাসের ছবি।অন্য দিকে ছিল ভাগ্যের দেবী ফরচুনাসের ছবি।২১১ সালে ইয়র্কে মৃত্যু হয় সেভেরাসের।তবে কি এই নারীকে সেভেরাসের আমলে সমাধিস্থ করা হয়েছিল? তা নিয়ে গবেষণা চলছে এখনও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ।

কঙ্কালের মুখে ১৮০০ বছরের পুরনো সোনার পাত!

আপডেট সময় : ১১:৪৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮

নিউজ ডেস্ক:: কঙ্কালের মুখের একটি সোনার পাত এবং তা নিয়েই প্রত্নতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা প্রায় ১৫০ বছর ধরে গবেষণা চালিয়েছেন! ১৮৭২ সালে ইয়র্ক স্টেশনে একটি সমাধিক্ষেত্রে কঙ্কালের মুখ থেকে এটি পাওয়া যায়।

কঙ্কালটি তৃতীয় শতকের এক নারীর কঙ্কালের মুখের মধ্যে ছিল। কিন্তু কেন এরকম পাত ব্যবহার করা হয়েছিল? এই নারী কোন দেশের? তা নিয়েই শুরু হয় গবেষণা।ইয়র্কশায়ার মিউজিয়াম ছাড়াও বিশ্বের অন্যান্য জায়গায় বিশেষজ্ঞরা বহু গবেষণা করে সম্প্রতি বলেছেন,এটি প্রায় ১৮০০ বছরের পুরনো।

পৃথিবী জুড়ে এরকম সোনার পাতের ২৩টি নির্দশন রয়েছে বলে জানা গিয়েছে।এই ধরনের সোনার পাত সাধারণত পূর্ব রোমের অভিজাত পরিবারের ব্যক্তিরাই ব্যবহার করতেন।অনেকেই বলছেন,এটা ঔষধি হিসাবেই ব্যবহৃত হত।কেউ আবার বলছেন,প্রাচীন আমলে বিশ্বাস করা হত, মৃতদেহ থেকে আত্মা এর ফলে বেরিয়ে যেতে পারবে না।এই নিয়ে গবেষণা এখনও চলছে।

কঙ্কালটির বিভিন্ন পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর সময় এই নারীর বয়স ছিল ১৮-৩০ বছরের মধ্যে। আর তিনি ছিলেন রোমের নাগরিক।এই ধরনের গোল্ডেন মাউথ প্লেক পাওয়া গিয়েছে প্রাচীন রোম,সিরিয়া, তুরস্ক, ক্রিমিয়াতে।এছাড়া ফ্রান্সেও পাওয়া গিয়েছিল এ ধরনের একটি পাত।

এই নারীকে সমাধিস্থ করার সময় নকল রূপার মুদ্রাও সঙ্গে দেয়া হয়েছিল।ওই মুদ্রার একপিঠে ছিল রোমান সম্রাট সেপ্টিমিয়াস সেভেরাসের ছবি।অন্য দিকে ছিল ভাগ্যের দেবী ফরচুনাসের ছবি।২১১ সালে ইয়র্কে মৃত্যু হয় সেভেরাসের।তবে কি এই নারীকে সেভেরাসের আমলে সমাধিস্থ করা হয়েছিল? তা নিয়ে গবেষণা চলছে এখনও।