ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ট্রাম্পের পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ ঘোষণা


ওয়াশিংটন : সদ্য ক্ষমতা গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিপরিষদ পূর্ণাঙ্গ হয়েছে। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী পদে সিনেট অনুমোদনের পর এ পূর্ণাঙ্গতা পায়।

তবে ১৫ সদস্যের ওই মন্ত্রিপরিষদে রয়েছে শ্বেতাঙ্গ ও পুরুষদের আধিক্য। মন্ত্রিপরিষদে রাখা হয়নি কোনো লাতিন বংশোদ্ভূতকে।

শুক্রবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিনই বিকেলে সিনেট ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল (অব.) জেমস ম্যাটিস এবং স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল (অব.) জন এফ. কেলিকে অনুমোদন দিয়েছে।

এই দুই সাবেক মেরিন সেনা কর্মকর্তাই সিনেটরদের কাছে পরিচিত। ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের সময়ে ইউএস সেন্ট্রাল কমান্ড-এর দায়িত্বে ছিলেন ম্যাটিস।

অপরদিকে, কেলি ছিলেন ইউএস সাউদার্ন কমান্ড-এর দায়িত্বে। তবে ট্রাম্পের মনোনয়ন পেলেও তারা দু’জনই সিনেট শুনানিতে মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলা বা ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার মতো ‘বিতর্কিত’ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

এই দু’জনের নিয়োগ নিশ্চিত হওয়ার পর এখন ট্রাম্পের মন্ত্রিপরিষদ দাঁড়িয়েছে ১৫ তে। নিম্নে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নাম তুলে ধরা হল:- রেক্স টিলারসন (পররাষ্ট্রমন্ত্রী), স্টিভেন মুচিন (অর্থমন্ত্রী), জেমস ম্যাটিস (প্রতিরক্ষামন্ত্রী), জেফ সেশনস (আইনমন্ত্রী), রায়ান জিনকে (অভ্যন্তরীণমন্ত্রী), সনি পারড্যু (কৃষিমন্ত্রী), উইলবার রস (বাণিজ্যমন্ত্রী), অ্যান্ড্রু পুজদার (শ্রমমন্ত্রী), টম প্রাইস (স্বাস্থ্যমন্ত্রী), বেন কারসন (আবাসনমন্ত্রী), অ্যালাইন চাও (পরিবহনমন্ত্রী), রিক প্যারি (জ্বালানিমন্ত্রী), বেটসি ডিভোস (শিক্ষামন্ত্রী), ডেভিড শুলকিন (সেনাকল্যাণমন্ত্রী), জন এফ. কেলি (স্বরাষ্ট্রমন্ত্রী)।

এই মন্ত্রিপরিষদে কোনো লাতিন বংশোদ্ভূত ব্যক্তিকে নেওয়া হয়নি। একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্য বেন কারসন। আর দুই নারী মন্ত্রীর মধ্যে অ্যালাইন চাও চীনা বংশোদ্ভূত এবং বেটসি ডিভোস শ্বেতাঙ্গ। বাকি ১২ সদস্যের সবাই শ্বেতাঙ্গ ও পুরুষ।

এ প্রসঙ্গে ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার দাবি করেন, ত্বকের রঙ বা নারী-পুরুষ ভেবে এই মন্ত্রিপরিষদ গঠিত হয়নি। যোগ্যতা বিচারেই তারা মন্ত্রী হয়েছেন।

তিনি বলেন, ‘মার্কিনিদের এসব না ভেবে। কাকে দিয়ে কাজ হবে, সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।’ স্পাইসারের দাবি, ‘ট্রাম্প প্রশাসন জেন্ডার, চিন্তা ও মতাদর্শের বৈচিত্রকে ঊর্ধ্বে তুলে ধরবে।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়লাভ করেন ট্রাম্প। শনিবার ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ট্রাম্পের পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ ঘোষণা

আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭


ওয়াশিংটন : সদ্য ক্ষমতা গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিপরিষদ পূর্ণাঙ্গ হয়েছে। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী পদে সিনেট অনুমোদনের পর এ পূর্ণাঙ্গতা পায়।

তবে ১৫ সদস্যের ওই মন্ত্রিপরিষদে রয়েছে শ্বেতাঙ্গ ও পুরুষদের আধিক্য। মন্ত্রিপরিষদে রাখা হয়নি কোনো লাতিন বংশোদ্ভূতকে।

শুক্রবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিনই বিকেলে সিনেট ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল (অব.) জেমস ম্যাটিস এবং স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল (অব.) জন এফ. কেলিকে অনুমোদন দিয়েছে।

এই দুই সাবেক মেরিন সেনা কর্মকর্তাই সিনেটরদের কাছে পরিচিত। ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের সময়ে ইউএস সেন্ট্রাল কমান্ড-এর দায়িত্বে ছিলেন ম্যাটিস।

অপরদিকে, কেলি ছিলেন ইউএস সাউদার্ন কমান্ড-এর দায়িত্বে। তবে ট্রাম্পের মনোনয়ন পেলেও তারা দু’জনই সিনেট শুনানিতে মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলা বা ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার মতো ‘বিতর্কিত’ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

এই দু’জনের নিয়োগ নিশ্চিত হওয়ার পর এখন ট্রাম্পের মন্ত্রিপরিষদ দাঁড়িয়েছে ১৫ তে। নিম্নে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নাম তুলে ধরা হল:- রেক্স টিলারসন (পররাষ্ট্রমন্ত্রী), স্টিভেন মুচিন (অর্থমন্ত্রী), জেমস ম্যাটিস (প্রতিরক্ষামন্ত্রী), জেফ সেশনস (আইনমন্ত্রী), রায়ান জিনকে (অভ্যন্তরীণমন্ত্রী), সনি পারড্যু (কৃষিমন্ত্রী), উইলবার রস (বাণিজ্যমন্ত্রী), অ্যান্ড্রু পুজদার (শ্রমমন্ত্রী), টম প্রাইস (স্বাস্থ্যমন্ত্রী), বেন কারসন (আবাসনমন্ত্রী), অ্যালাইন চাও (পরিবহনমন্ত্রী), রিক প্যারি (জ্বালানিমন্ত্রী), বেটসি ডিভোস (শিক্ষামন্ত্রী), ডেভিড শুলকিন (সেনাকল্যাণমন্ত্রী), জন এফ. কেলি (স্বরাষ্ট্রমন্ত্রী)।

এই মন্ত্রিপরিষদে কোনো লাতিন বংশোদ্ভূত ব্যক্তিকে নেওয়া হয়নি। একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্য বেন কারসন। আর দুই নারী মন্ত্রীর মধ্যে অ্যালাইন চাও চীনা বংশোদ্ভূত এবং বেটসি ডিভোস শ্বেতাঙ্গ। বাকি ১২ সদস্যের সবাই শ্বেতাঙ্গ ও পুরুষ।

এ প্রসঙ্গে ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার দাবি করেন, ত্বকের রঙ বা নারী-পুরুষ ভেবে এই মন্ত্রিপরিষদ গঠিত হয়নি। যোগ্যতা বিচারেই তারা মন্ত্রী হয়েছেন।

তিনি বলেন, ‘মার্কিনিদের এসব না ভেবে। কাকে দিয়ে কাজ হবে, সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।’ স্পাইসারের দাবি, ‘ট্রাম্প প্রশাসন জেন্ডার, চিন্তা ও মতাদর্শের বৈচিত্রকে ঊর্ধ্বে তুলে ধরবে।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়লাভ করেন ট্রাম্প। শনিবার ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন।