নিউজ ডেস্ক:: হিলিতে ফেলে দেয়া প্লাষ্টিক থেকে ডিজেল, পেট্রোল ও গ্যাস উৎপাদন করছেন শাহাবুল নামের এক তরুণ। উৎপাদিত পেট্রোল দিয়ে চলছে মোটর বাইক। ডিজেল তেল দিয়ে চলছে পাওয়ার টিলার।হিলির সীমান্তবর্তী গ্রাম মংলা পাড়ের ছেলে শাহাবুল ইসলাম। পেশায় কাঠ মিস্ত্রি। লেখা পড়া করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত।
সেই শাহাবুল প্লাষ্টিকের বর্জ্য গলিয়ে উদ্ভাবন করেছেন ডিজেল, পেট্রোল ও গ্যাস তৈরির কৌশল। মানুষের কল্যাণের কথা ভাবতে ভাবতেই একদিন ড্রামের ভেতরে পলিথিন, বোতল, ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে তাতে তাপ দেন। এরপর তা গলিয়ে বাষ্পের মাধ্যমে কিছু কেমিকেল ব্যবহার করে প্রথমে ডিজেল, পরে সেই ডিজেলকে পরিশোধন করে তৈরি করেন পেট্রোল।
এক লিটার ডিজেল তৈরি করতে তার খরচ হয়েছে ১৫টাকা। আর পেট্রোলে ২০ টাকা। মটরসাইকেল ও শ্যালোমেশিনে তা ব্যবহার হচ্ছে।
পড়াশুনা না করেও তার এই উদ্ভাবনে খুশী বিজ্ঞান শিক্ষক ও স্থানীয়রা।পৃষ্ঠপোষকতা পেলে এই কৌশল ব্যবহার করে কয়েক টন ডিজেল-পেট্রোল ও গ্যাস উৎপাদন সম্ভব বলে মনে করেন শাহাবুল।
প্রতিনিধির নাম 













