
ঢাকা : প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বেহায়া বলেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ‘নতুন নির্বাচন কমিশনও বর্তমান কমিশনের মতোই হবে।’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে রিজভী তাকে বেহায়া বলে সম্বোধন করেন। জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া আইনজীবী পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।
এসময় তিনি বলেন, ‘হাসিনা মার্কা গণতন্ত্র মানেই ক্রসফায়ার, হাসিনা মার্কা গণতন্ত্র মানেই নিরুদ্দেশ করে দেওয়া, হাসিনা মার্কা গণতন্ত্র মানেই বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা।’
রিজভী বলেন, ‘রাষ্ট্র উন্নয়নের এমন কোনো দিক নেই যেখানে শহীদ জিয়ার অবদান নেই। তিনি ছিলেন উন্নয়নের মডেল।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিরন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার।
প্রতিনিধির নাম 








