ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

স্বামী চুমু দিতে বলায় অগ্নিশর্মা স্ত্রীর লঙ্কাকাণ্ড

1218
রাতে ঘুমোতে যাওয়ার আগে রোম্যান্টিক স্বামী মহাশয় একটি চুমু দিতে বলেছিলেন স্ত্রীকে। কিন্তু, বেরসিক স্ত্রী অগ্নিশর্মা হয়ে স্বামীকে সোজা হাসপাতালে পাঠালেন। কারণ, মদ্যপ অবস্থায় তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের শহর পোর্টসমাউথে। স্থানীয় একটি আদালত পর্যন্ত গড়িয়েছে ঘটনাটি। অনলাইনে ২৬ বছর বয়সী তরুণী ক্যাথরিন বোর্থউয়িকের সঙ্গে তার ৫৯ বছর বয়সী স্বামী মন্টি বোর্থউয়িকের পরিচয় হয়েছিল। ঘুমানোর আগে মদ্যপ ছিলেন উভয়ই। শোবার ঘরে স্বামী যখন তার শার্ট খুলে বললেন, আমার গুডনাইট কিসের (রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমু) কি হলো? আদালতে আইনজীবী টিম দ্রাকাস জানান, এ সময় স্ত্রী ক্যাথরিন হাতে একটি অ্যালার্ম ঘড়ি নিয়ে স্বামীকে আঘাত করতে শুরু করেন। এতে ঘড়িটিই ভেঙে যায়। এবার মদ্যপ ওই স্ত্রী তার স্বামীর মোবাইল সেটটি নিয়ে তার মাথায় আঘাত করতে শুরু করেন। আদালতের শুনানি অনুযায়ী, মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকলে, মন্টি তার স্ত্রীর কাছে ‘দয়া করো, দয়া করো’ বলে অনুনয় করতে থাকেন। ক্রুদ্ধ স্ত্রী তখন গালিগালাজ করতে থাকেন এবং তাদের বাড়ি থেকে স্বামীর সিডিগুলো ছুঁড়ে ফেলে দেন। ঘটনার দিন গত ১৮ই এপ্রিল স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। মাথায় দুটি কাটা বা গভীর ক্ষতসহ হাসপাতালে ভর্তি হন টমি বোর্থউয়িক। গত বছর ফিলিপাইন থেকে বৃটেনে পৌঁছান ক্যাথরিন। তিনি স্বামীর ওপর শারীরিকভাবে আঘাত করার কথা স্বীকার করেন। শুনানির পর আদালত তাকে ১২ মাস বা ১ বছরের দ- দেয়। তবে তাকে জেলে আটকে রাখা হবে না। বরং, কমিউনিটি অর্ডারের আওতায় প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে হবে এবং এ সময় তার সংশোধন প্রক্রিয়াও চলবে। অবশ্য, স্বামী মন্টি চাননি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। মদ্যপ অবস্থায় এর আগেও ওই নারী এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। অগত্যা, সংশোধন ছাড়া কোন বিকল্প পথও খোলা ছিল না। পোর্টসমাউথ ক্রাউন আদালতের শুনানিতে বলা হয়েছে, ওই নারী মদপান ছেড়ে দিয়েছেন এবং এ দম্পতি ‘দুঃস্বপ্নময়’ রাতটি ভুলে যেতে চান। বিচারক রজার হেথেরিংটন স্ত্রী ক্যাথরিনের উদ্দেশে বলেন, কোন কারণে আপনার হাতের কাছে যা পেয়েছিলেন, তা দিয়েই আপনি আপনার স্বামীর মাথায় আঘাত করেছিলেন, যা কিছুটা রহস্যময়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

স্বামী চুমু দিতে বলায় অগ্নিশর্মা স্ত্রীর লঙ্কাকাণ্ড

আপডেট সময় : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

1218
রাতে ঘুমোতে যাওয়ার আগে রোম্যান্টিক স্বামী মহাশয় একটি চুমু দিতে বলেছিলেন স্ত্রীকে। কিন্তু, বেরসিক স্ত্রী অগ্নিশর্মা হয়ে স্বামীকে সোজা হাসপাতালে পাঠালেন। কারণ, মদ্যপ অবস্থায় তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের শহর পোর্টসমাউথে। স্থানীয় একটি আদালত পর্যন্ত গড়িয়েছে ঘটনাটি। অনলাইনে ২৬ বছর বয়সী তরুণী ক্যাথরিন বোর্থউয়িকের সঙ্গে তার ৫৯ বছর বয়সী স্বামী মন্টি বোর্থউয়িকের পরিচয় হয়েছিল। ঘুমানোর আগে মদ্যপ ছিলেন উভয়ই। শোবার ঘরে স্বামী যখন তার শার্ট খুলে বললেন, আমার গুডনাইট কিসের (রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমু) কি হলো? আদালতে আইনজীবী টিম দ্রাকাস জানান, এ সময় স্ত্রী ক্যাথরিন হাতে একটি অ্যালার্ম ঘড়ি নিয়ে স্বামীকে আঘাত করতে শুরু করেন। এতে ঘড়িটিই ভেঙে যায়। এবার মদ্যপ ওই স্ত্রী তার স্বামীর মোবাইল সেটটি নিয়ে তার মাথায় আঘাত করতে শুরু করেন। আদালতের শুনানি অনুযায়ী, মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকলে, মন্টি তার স্ত্রীর কাছে ‘দয়া করো, দয়া করো’ বলে অনুনয় করতে থাকেন। ক্রুদ্ধ স্ত্রী তখন গালিগালাজ করতে থাকেন এবং তাদের বাড়ি থেকে স্বামীর সিডিগুলো ছুঁড়ে ফেলে দেন। ঘটনার দিন গত ১৮ই এপ্রিল স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। মাথায় দুটি কাটা বা গভীর ক্ষতসহ হাসপাতালে ভর্তি হন টমি বোর্থউয়িক। গত বছর ফিলিপাইন থেকে বৃটেনে পৌঁছান ক্যাথরিন। তিনি স্বামীর ওপর শারীরিকভাবে আঘাত করার কথা স্বীকার করেন। শুনানির পর আদালত তাকে ১২ মাস বা ১ বছরের দ- দেয়। তবে তাকে জেলে আটকে রাখা হবে না। বরং, কমিউনিটি অর্ডারের আওতায় প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে হবে এবং এ সময় তার সংশোধন প্রক্রিয়াও চলবে। অবশ্য, স্বামী মন্টি চাননি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। মদ্যপ অবস্থায় এর আগেও ওই নারী এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। অগত্যা, সংশোধন ছাড়া কোন বিকল্প পথও খোলা ছিল না। পোর্টসমাউথ ক্রাউন আদালতের শুনানিতে বলা হয়েছে, ওই নারী মদপান ছেড়ে দিয়েছেন এবং এ দম্পতি ‘দুঃস্বপ্নময়’ রাতটি ভুলে যেতে চান। বিচারক রজার হেথেরিংটন স্ত্রী ক্যাথরিনের উদ্দেশে বলেন, কোন কারণে আপনার হাতের কাছে যা পেয়েছিলেন, তা দিয়েই আপনি আপনার স্বামীর মাথায় আঘাত করেছিলেন, যা কিছুটা রহস্যময়।