ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

হায়দরাবাদ টেস্টে কেন নেই মোস্তাফিজ?


ঢাকা: প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে নিজের জাত চিনিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ। খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলকে চ্যাম্পিয়ন করতে বল হাতে সামনে থেকে বড় ভূমিকা রেখেছিলেন ফিজ।

১৬ ম্যাচে ১৭ উইকেট পাওয়া মোস্তাফিজ সর্বোচ্চ উইকেট না পেলেও টুর্নামেন্টে উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

অথচ ভারতের বিপক্ষে বাংলাদেশের আসন্ন একমাত্র টেস্টে ঘোষিত দলে নেই মোস্তাফিজ। তার উপর আবার সেই টেস্টটি হবে মোস্তাফিজের অতি পরিচিত হায়দরাবাদের ভেন্যুতে। তাহলে তার না থাকার কারণটা কী?

নির্বাচকরা বলছেন মোস্তাফিজ এখনও পুরোপুরি ফিট নন। তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ বিসিবি। কোচ হাথুরুসিংহেরও একই কথা। তবে ফিজ নিজে থেকে অনেকটা স্বাভাবিক বোধ করছেন বলে নিজেই জানিয়েছেন।

বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। সোহানের জায়গায় স্থান করে নিয়ে সদ্য ডাবল সেঞ্চুরি করা লিটন দাস। কিন্তু আলোচনা হচ্ছে মোস্তাফিজকে ঘিরেই। রীতিমতো রহস্য সৃষ্টি হয়েছে।

মুশফিক, ইমরুল ও মুমিনুল নিজেদের ফিটনেস প্রমাণ করায় দলে ঠিকই জায়গা পেয়েছেন। তাহলে কি ইনজুরির কারণে মোস্তাফিজ এমন গুরুত্বপূর্ণ টেস্টে বাদ পড়লেন?

ফিজিও-ট্রেনাররা বলেছেন, বাঁ-হাতি এই পেসারের তেমন কোনো সমস্যা নেই। কাঁধে সামান্য ব্যথা অনুভব করলেও অনায়াসে হায়দরাবাদে খেলতে পারতেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেও মোস্তাফিজের সঙ্গে কথা বলেছেন। কিন্তু নিজেকে ফিট মনে না করায় দলে থাকতে আগ্রহ দেখাননি মোস্তাফিজ।

নান্নু জানান, কারও যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তো জোর করে খেলানো যায় না। তাই দল থেকে বাদ দেয়া হয়েছে। অথচ ভারতকে চাপে রাখতে মোস্তাফিজের প্রয়োজন ছিল। ওর মতো গতিময় ক্রিকেটার নিজ থেকে খেলতে আপত্তি জানান- এটাই রহস্য থেকে গেল।

তবে সব কিছু মিলিয়ে মোস্তাফিজ না থাকায় বিরাট কোহলির ভারত যে অনেকটা দুশ্চিন্তামুক্ত থাকবে সেটি তো বলাই যায়! যদিও হায়দরাবাদের এই নায়ককে মিস করতে পারেন অনেক ভারতীয় সমর্থকও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

হায়দরাবাদ টেস্টে কেন নেই মোস্তাফিজ?

আপডেট সময় : ০৬:৪৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭


ঢাকা: প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে নিজের জাত চিনিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ। খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলকে চ্যাম্পিয়ন করতে বল হাতে সামনে থেকে বড় ভূমিকা রেখেছিলেন ফিজ।

১৬ ম্যাচে ১৭ উইকেট পাওয়া মোস্তাফিজ সর্বোচ্চ উইকেট না পেলেও টুর্নামেন্টে উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

অথচ ভারতের বিপক্ষে বাংলাদেশের আসন্ন একমাত্র টেস্টে ঘোষিত দলে নেই মোস্তাফিজ। তার উপর আবার সেই টেস্টটি হবে মোস্তাফিজের অতি পরিচিত হায়দরাবাদের ভেন্যুতে। তাহলে তার না থাকার কারণটা কী?

নির্বাচকরা বলছেন মোস্তাফিজ এখনও পুরোপুরি ফিট নন। তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ বিসিবি। কোচ হাথুরুসিংহেরও একই কথা। তবে ফিজ নিজে থেকে অনেকটা স্বাভাবিক বোধ করছেন বলে নিজেই জানিয়েছেন।

বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। সোহানের জায়গায় স্থান করে নিয়ে সদ্য ডাবল সেঞ্চুরি করা লিটন দাস। কিন্তু আলোচনা হচ্ছে মোস্তাফিজকে ঘিরেই। রীতিমতো রহস্য সৃষ্টি হয়েছে।

মুশফিক, ইমরুল ও মুমিনুল নিজেদের ফিটনেস প্রমাণ করায় দলে ঠিকই জায়গা পেয়েছেন। তাহলে কি ইনজুরির কারণে মোস্তাফিজ এমন গুরুত্বপূর্ণ টেস্টে বাদ পড়লেন?

ফিজিও-ট্রেনাররা বলেছেন, বাঁ-হাতি এই পেসারের তেমন কোনো সমস্যা নেই। কাঁধে সামান্য ব্যথা অনুভব করলেও অনায়াসে হায়দরাবাদে খেলতে পারতেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেও মোস্তাফিজের সঙ্গে কথা বলেছেন। কিন্তু নিজেকে ফিট মনে না করায় দলে থাকতে আগ্রহ দেখাননি মোস্তাফিজ।

নান্নু জানান, কারও যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তো জোর করে খেলানো যায় না। তাই দল থেকে বাদ দেয়া হয়েছে। অথচ ভারতকে চাপে রাখতে মোস্তাফিজের প্রয়োজন ছিল। ওর মতো গতিময় ক্রিকেটার নিজ থেকে খেলতে আপত্তি জানান- এটাই রহস্য থেকে গেল।

তবে সব কিছু মিলিয়ে মোস্তাফিজ না থাকায় বিরাট কোহলির ভারত যে অনেকটা দুশ্চিন্তামুক্ত থাকবে সেটি তো বলাই যায়! যদিও হায়দরাবাদের এই নায়ককে মিস করতে পারেন অনেক ভারতীয় সমর্থকও।