আফগানিস্তানে ন্যাটোর ২ সৈন্য নিহত
প্রকাশিত হয়েছে : ৪:০১:৪৬,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে আফগান সামরিক বাহিনীর পোশাক পরা বন্দুকধারীদের গুলিতে বুধবার ন্যাটোর দুই সৈন্য নিহত হয়েছে।
ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর কম্পাউন্ডে সকালে আফগান সামরিক বাহিনীর পোশাক পরা দুই ব্যক্তি ন্যাটোর একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে ন্যাটোর দুই সদস্য নিহত হয়। তবে তারা কোন দেশের সৈন্য সে ব্যাপারে কিছু বলা হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ন্যাটো সৈন্যদের পাল্টা গুলিতে বন্দুকধারীরাও নিহত হয়েছে।
তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।