কুমিল্লায় বাস চাপায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ৮:২৬:৫৬,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ২৮২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
কুমিল্লায় বাস চাপায় জাকির হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন জেলার লাকসাম উপজেলার বাসিন্দা। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাইওয়ে পুলিশের আমতলী ফাঁড়িতে ছিল।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দুপুর একটার দিকে একটি পেট্রোল পাম্পের নিকটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস জাকিরকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আবদুল আউয়াল জানান, নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ের আমতলী ফাঁড়িতে রাখা হয়েছে এবং তার স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।