মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহতদের দাফন শুরু
প্রকাশিত হয়েছে : ৯:৩১:৫৩,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯৪ বার পঠিত
সৌদি আরবের মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহতদের দাফন প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে। মিনা শহরের কাছে আল-মোয়াইসসেম এলাকার একটি কবরস্থানে নিহত বেশ কয়েকজনের দাফন সুসম্পন্ন হয়। মক্কার গ্র্যান্ড মসজিদে নিহতদের জানাজা হয়। গত রোববার রাতে নিহতদের পরিচয় শনাক্তসহ আনুষঙ্গিক প্রক্রিয়াসমূহ সম্পন্ন করার পর তাদের সমাধিস্থ করা হয়। গতকাল নিহতদের দাফনের ব্যাপারে অনুমতিপত্রও ইস্যু করা হয়। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। গত ১১ই সেপ্টেম্বর মক্কার গ্র্যান্ড মসজিদে ভয়াবহ ওই দুর্ঘটনায় কমপক্ষে ১১১ জন নিহত ও ৩৯৪ জন আহত হয়েছিলেন। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের কনসাল জেনারেল বিএস মুবারক জানিয়েছেন, হারাম অঞ্চলের পুলিশ শবাগারে দাফন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে সহযোগিতায় একটি ডেস্ক স্থাপন করে। নিহতদের স্বজনদের সামনে দুটি পথই খোলা। তারা সৌদি আরবে কিংবা দেশে লাশ দাফন করতে পারবেন। অধিকাংশ স্বজনই সৌদি আরবে স্বজনের লাশ দাফনের সিদ্ধান্ত নেন। পাকিস্তানের কনসাল জেনারেল আফতাব আহমেদ খোখের বলেছেন, নিহত ১১ পাকিস্তানির মধ্যে ২ জনের নথিপত্রের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি জানান, হজ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন ৪ বা ৫ জন। নিহত বাকি পাকিস্তানিরা সৌদি আরবের বাসিন্দা হিসেবে বা ভ্রমণ ভিসায় সেখানে অবস্থান করছিলেন। এদিকে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে পবিত্র হজব্রত পালনে সৌদি আরবে গত রোববার পর্যন্ত ১০ লাখ ৩০ হাজার ৫৮৪ জন হজযাত্রী পৌঁছেছেন।