যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:৫৮,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৫৬ বার পঠিত
ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় যৌন হয়রানির অভিযোগে তাপস কুমার (৪০) নামে এক শিক্ষককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়।
আটককৃত তাপস কুমার শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের বিরেন্দ্র কুমার বাগচির ছেলে। তিনি উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, “জিনিয়া নামে এক স্কুলছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশ তাপসকে আটক করে নিয়ে গেছে। আমরা বিষয়টি মীমাংশা করার চেষ্টা করছি’’।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, মোবাইলে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষক তাপসকে আটক করা হয়েছে। তবে শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ সটিক কিনা বিষয়টি আমরা দেখছি। অভিযোগ প্রমাণিত না হলে আজই তাকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে নিতে একটি প্রভাবশালী মহল জিনিয়ার বাবা-মাকে চাপ দিচ্ছে বলে জানা গেছে। ফলে ডিবি পুলিশ তাপসকে আটক করলেও এখনো শৈলকুপা থানায় সোপর্দ করেনি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হোসেন খান বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।