ঢাকায় নৌ বাহিনীর ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৪:১৮:৪৮,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৮ | সংবাদটি ২৬৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: রাজধানীর খিলক্ষেতে নৌ বাহিনীর ঘাঁটি ‘বানৌজা শেখ মুজিব’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার রাজধানীর খিলক্ষেতে বানৌজা শেখ মুজিব থেকে নৌ ঘাঁটিটির পাশাপাশি প্রধানমন্ত্রী ঢাকা, খুলনা, চট্টগ্রাম অঞ্চলে নৌ বাহিনীর জন্য ২২টি বহুতল ভবন উদ্বোধন করেন।
নৌঘাটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশকে একটি উন্নত ও স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে। এজন্য তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও তৈরি করেছিলেন। আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও আধুনিকভাবে করে গড়ে তোলা হবে।’
শেখ হাসিনা জানান, যারা দেশের অতন্ত্রপ্রহরী তাদের পরিবারের সকলেই যেন ভালোভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।
‘বানৌজা শেখ মুজিব’-ই হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশের প্রথম কোনো নৌ ঘাঁটি। এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নৌ বাহিনীর বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিচালনায় উন্নত তথ্য প্রযুক্তি কর্মসূচি, নেভাল ইন্টেলিজেন্স গোয়েন্দা প্রশিক্ষণ এবং দুর্যোগের সময় হেলিকপ্টারগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সশস্ত্র সালাম জানানো হয়। পরে প্রধানমন্ত্রী নৌ ঘাটির কমিশনিং ফরমান ঘাঁটি কমান্ডারের হাতে তুলে দেন।পরে অনুষ্ঠানে ‘বাংলাদেশ নৌ বাহিনী ২১০০’ বইয়ের মোড়ক উন্মেচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘বানৌজা শেখ মুজিব’ ঢাকা অঞ্চলে প্রথম পূর্ণাঙ্গ নৌ ঘাঁটি।