যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে প্রথম বায়োমেট্রিক টার্মিনাল
প্রকাশিত হয়েছে : ১২:৪২:১০,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ২৬৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:: ডেল্টা এয়ার লাইন্স যুক্তরাষ্ট্রের আটলান্টা হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির প্রথম বায়োমেট্রিক ট্রর্মিনাল প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।
বিশ্বে এই প্রথম কোন বিমানবন্দরে কার্ব-টু-গেট বায়োমেট্রিক টার্মিনাল চালু হলো। কর্তৃপক্ষ নতুন এই প্রযুক্তির মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা আরো উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। স্ক্রীনিংয়ের মাধ্যমে চেকিং পদ্ধতিতে যাত্রীরা আরও দ্রুত চলাচল করতে পারবেন।
এই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে যাত্রীরা সহজেই বিমানবন্দরের চেক ইন পর্বটি শেষ করতে পারবেন। লাগেজের জন্য নির্ধারিত স্থানে ব্যাগ চেক করিয়ে নিতেও ঝামেলা পোহাতে হবে না। এই প্রযুক্তিতে শুধু নির্দিষ্ট স্ক্রীনের দিকে তাকালেই হবে। এটি আপনার শরীর খুব কম সময়ের মধ্যেই চেক করে ফেলতে পারবে।
ডেল্টা পরিচালনা প্রধান কর্মকর্তা গিল ওয়েস্ট বলেন, বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর আটলান্টা বিমানবন্দর। আমাদের সবচেয়ে বড় এবং ব্যস্ততম বিমানবন্দরে প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হলো। নবেম্বরের ২৯ তারিখ থেকেই বায়োমেট্রিক টার্মিনাল যাত্রা শুরু করেছে।
সূত্র: সিএনএন