বড় রাজনৈতিক দল অংশ না নেওয়া ইসির জন্য হতাশাজনক : সিইসি
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৫০,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ২৭০ বার পঠিত
নিউজ ডেস্ক:: বড় বড় রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা ইসির জন্য হতাশার খবর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে সার্বিকভাবে অংশগ্রহণমুলক না হলেও প্রতিযোগিতামুলক হবে বলে আশা করছি। সিইসি বলেন, ‘কীভাবে সুন্দরভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় সেই প্রশিক্ষণ দিতে হবে অন্যদের। প্রিসাইডিং অফিসারদের যত ভালো প্রশিক্ষণ দিতে পারবেন তত ভালো হবে নির্বাচন।’
তিনি আরো বলেন,‘পোলিং এজেন্টরা যেন কেন্দ্রে থাকতে পারে সেই বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।সবাই যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে সেই বিষয়টিতে নজর দিতে হবে।’এ ছাড়াও কোনো কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণের কারণে নির্বাচন প্রভাবিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।