মদনমোহন কলেজে শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা আহত
প্রকাশিত হয়েছে : ২:৫৫:৩৬,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৩০৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট নগরীর মদন মোহন কলেজে শিবির কর্মীদের হামলায় রকি দেব নামে এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
একাধিক সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১টায় মদন মোহন কলেজ ক্যাম্পাসের টিচার্স কমন রুমের সামনে ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগ নেতা রকি দেবকে কুপিয়ে আহত করে শিবির কর্মীরা। আহত রকি বর্তমানে ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এদিকে, শিবিরের হামলার খবর পেয়ে ক্যাম্পাসজুড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাস ছাত্রলীগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানা গেছে। তবে ক্যাম্পাসজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।