দীপিকার চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৩০,অপরাহ্ন ১২ অক্টোবর ২০২০ | সংবাদটি ১১৩ বার পঠিত
বিনোদন ডেস্ক
নাগ অশ্বিন পরিচালিত পরবর্তী সিনেমায় অভিনয় করবেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমার বাজেট ৪০০ কোটি। ইউরোপের বিভিন্ন দেশে সিনেমাটির শুটিং হবে।
বলিউড হাঙ্গামার নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম ঠিক না হওয়া এই সিনেমায় অভিনয়ের জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস।আর এ সিনেমায় দীপিকার চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ বচ্চন।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, খবরটি সত্য। তবে এর পরিমাণ প্রভাসের পারিশ্রমিকের তুলনায় খুব কম। বচ্চন সাহেব ভারতের আইকনিক সুপারস্টার। সিনেমায় তিনি কোনো অতিথি চরিত্রে অভিনয় করছেন না। প্রভাস ও বচ্চন সাহেবকে সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে।
এর আগে সিনেমায় অমিতাভের অভিনয় প্রসঙ্গে পরিচালক নাগ অশ্বিন বলেন, অমিতাভ বচ্চন স্যার অনেকগুলোর মধ্যে আমাদের সিনেমা বেছে নিয়েছেন এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটি একটি পূর্ণাঙ্গ চরিত্র এবং আমার বিশ্বাস, তার মতো কিংবদন্তি তারকার জন্য উপযুক্ত।
7 - 7Shares