“বিশ্বনাথের চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকের উদ্যোগে হাওর পাড়ের প্রবাসীবৃন্দের আলোচনা সভা”
প্রকাশিত হয়েছে : ৯:১১:৪৮,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২২৯ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বৃহত্তর সিলেটে বিশ্বনাথের ঐতিহ্যবাহী এবং অন্যতম বৃহত্তম হাওর চাউলধনীর বিল ইজারা গ্রহীতা কর্তৃক পানি শুকিয়ে নিয়ে বোরো ফসল উৎপাদন ব্যাহত করার প্রতিবাদে ও ইজারা বাতিল,বিলের সীমানা চিন্নিত করন,ভেড়িবাঁধ ও সুইচগেইট নির্মাণের দাবীতে চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকের উদ্যোগে হাওরের পাড়ের প্রবাসীদের দ্বিতীয় অনলাইন আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সারা বিশ্বে চলমান করোনা ভাইরাস ইউকেতে অতি মাত্রায় সংক্রমণের ফলে সকলের নিজ নিজ বাসস্থান থেকে অনলাইনে কমিউনিটি সংগঠক হাবিবুর রহমান(জানুর)সঞ্চালনায় গত ৩রা জানুয়ারি রোজ রবিবার ইউকে রাত ১১:০০টার সময় শুরু হয়ে প্রায় দীর্ঘসময়ের উক্ত সভায় অংশগ্রহণ করেন প্রবীণ যুক্তরাজ্য প্রবাসী হাজি খলিল উদ্দিন,আব্দুল মান্নান মনাফ,মোঃ রমজান আলী,হাজি নেছার আহমদ,মোঃনাসির উদ্দিন(মনাফ),মোহাম্মদ মোহাব্বত শেখ,মোঃ নফর আলী,আব্দুল কুদ্দুস(মাখন),হাজি ফারুক মিয়া,মোঃ মোশারফ আলী,লেবু মিয়া,আজর আলী শফিক,মাশুক আলী,বশির মিয়া,ফারুক আলী(আনোয়ার),কদর উদ্দিন,সারব আলী,মোঃআজিম উদ্দিন আজির,শাহ আব্দুল গৌছ,নিজাম উদ্দিন,গয়াছ আলী,এনামুল হক,আব্দুল হক,আব্দুল হান্নান,বেলাল আহমদ,মাশুক আহমদ(আমেরিকা প্রবাসী),শুকুর আলী,জামিল হোসেন,শাহ সাহিদ নূর ইসলাম,মোঃ শামসুল ইসলাম,মঈন উদ্দিন মিছবাহ,আব্দুল হামিদ খান সুমেদ,আনহার মিয়া,আনোয়ার হোসেন,জুনেদ আহমদ(পিয়ার আলী),খসরু মিয়া ও আব্দুল করিম প্রমুখ।
সভার শেষে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়,হাওরের জীব বৈচিত্র ফিরিয়ে আনার লক্ষে,জমির মালিক ও কৃষক বাঁচানোর আন্দোলনকে এগিয়ে নিতে প্রবাস থেকে জোড়ালো ভূমিকা রাখার জন্য ইউকেতে চাউলধনী হাওর রক্ষা পরিষদের পক্ষ থেকে যথা শিগ্রই লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস সহ বাংলাদেশে হাওর এবং জলমহাল সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অন্যান্য অফিসে স্মারকলিপি প্রেরণ,একটি তহবিল গঠন এবং বাংলাদেশে চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির সাথে একাত্বতা করে আগামীদিনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তাই উক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের লক্ষে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হাজি খলিল উদ্দিন,মোহাম্মদ মোহাব্বত শেখ,কদর উদ্দিন,মোঃ আজিম উদ্দিন আজির,হাবিবুর রহমান(জানু),আব্দুল হামিদ খান সুমেদ এবং শাহ সহিদ নূর ইসলাম কে উপস্থিত সবাই দায়িত্ব অর্পণ করেন।
60 - 60Shares