“যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে বিশ্বনাথের চাউলধনী হাওর পাড়ের প্রবাসীবৃন্দের মতবিনিময় সভা”
প্রকাশিত হয়েছে : ৪:৫৭:৫৮,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২০৪ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বৃহত্তর সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী এবং অন্যতম বৃহত্তম হাওর চাউলধনীর বিল ইজারা গ্রহীতা কর্তৃক পানি শুকিয়ে নিয়ে বোরো ফসল উৎপাদন ব্যাহত করার প্রতিবাদে ও ইজারা বাতিল,বিলের সীমানা চিন্নিত করন,ভেড়িবাঁধ ও সুইচগেইট নির্মাণের দাবীতে চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকের উদ্যোগে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে যুক্তরাজ্য বসবাসরত চাউলধনী হাওরের পাড়ের প্রবাসীদের এক অনলাইন মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বর্তমান প্রযুক্তির অন্যতম যোগাযোগ আপস জোমের মাধ্যমে চাউলধনী হাওরের চার পাশের বিপুল সংখ্যক প্রবীণ ও যুবক প্রবাসীবৃন্দের অংশগ্রহণে উক্ত সভায় প্রধান অতিথি জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যএ বাংলাদেশের অন্যতম একটি ধান ফসল উৎপাদন ক্ষেত্র চাউলধনী হাওরে জলদস্যু ও অবৈধ পন্থায় বিল খেকুদের কর্তৃক হাওরের নিজেস্ব মালিকানাধীন জমিতে মৎস আরোহনে বাঁধা,পানি শুকিয়ে নিয়ে কৃষকদের বোরো ফসলে ব্যাগাত এবং হাঁস খামারীদের উপর অন্যায় ভাবে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এবং হাওরের কৃষকদের দীর্ঘদিনের এই জটিলতা নিরসন করে যথা শিগ্রই হাওরের প্রাচীন অতিহ্য ও জীব বৈচিত্র আবারো ফিরে আনার জন্য সরকারি প্রশাসনে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন ন্যায্য অধিকার আদায়ে হাওর পাড়ের দীর্ঘদিনের ভুক্তভোগী জমির মালিক,সাধারণ কৃষক,খামারী সহ সর্বস্থরের জনগণের আন্দোলনে আমি একাত্বতা পোষণ করছি এবং সরকারের নীতিমালা অনুসারে জাল যার জলা তার ভিত্তিতে আগামীতে বিল ইজারা সহ বর্তমান সরকারের হাওর ও কৃষক উন্নয়নের সর্ব প্রকার সুবিধা সমূহ প্রকৃত প্রাপকদের হাতে তোলে দিতে আপনাদের সর্বাত্বক সহযোগিতা করবো.ইনশাআল্লাহ
গত ৭জানুয়ারি রোজ বৃহস্পতিবার ইউকে সময় রাত ৮টার সময় বিশিষ্ট কমিউনিটি সংগঠক হাজি খলিল উদ্দিন ও নরউইচ এন্ড নরফলক আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখের সার্বিক তত্বাবধানে এবং যুক্তরাজ্য যুবলীগের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহ সাহিদ নূর ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত অনলাইন সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মান্নান মনাফ,মো:রমজান আলী,নরউইচ বারার সাবেক কাউন্সিলর হাজি নেছার আহমদ,মো:নাসির উদ্দিন মনাফ,হাজি ইউসুফ আলী,মো:নফর আলী,আব্দুল কুদ্দুছ (মাখন),হাজি ইসব আলী,হাজী ফারুক মিয়া,মো:মোশারফ আলী,কদর উদ্দিন,যুক্তরাজ্য আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃসারব আলী,আনছার হাবিব,লেবু মিয়া,আজর আলী শফিক,ইউসুফ আলী,মাশুক আলী,আমির উদ্দিন,বশির মিয়া,ফারুক আলী(আনোয়ার), আজিম উদ্দিন আজির,হাবিবুর রহমান(জানু),শাহ আব্দুল গৌছ,নিজাম উদ্দিন,গয়াছ আলী,ব্রাডফোর্ড যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক,আব্দুল হক,আব্দুল হান্নান,বেলাল আহমদ,মাশুক আহমদ (আমেরিকা প্রবাসী),শুকুর আলী,জামিল হোসেন,মো: শামসুল ইসলাম,মঈন উদ্দিন মিছবাহ,আব্দুল হামিদ খান সুমেদ,আনহার মিয়া,আনোয়ার হোসেন,জুনেদ আহমদ(পিয়ার আলী),খসরু মিয়া,আব্দুল করিম প্রমুখ।
এবং সভায় বিশেষ আলোচক হিসেবে বাংলাদেশ থেকে অংশ গ্রহণ করেছিলেন চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম এবং চাউলধনী হাওর ও কৃষক রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব।
পরিশেষে অনেক ব্যস্ততার মাঝেও চাউলধনী হাওর রক্ষায় একাত্বতা পোষণ এবং সভায় দীর্ঘ সময় ব্যয় করার জন্য উপস্থিত সকলে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি করা হয়।
53 - 53Shares